CT 2025, PAK vs NZ: করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির বোধন, পাকিস্তানের ম্যাচে নজর গ্যালারি ও বাবর!
ICC Champions Trophy 2025: একদিকে মাঠে যেমন পরীক্ষা, তেমনই আয়োজক হিসেবেও। পাকিস্তানের ম্যাচেই গ্য়ালারি ভরবে তো! সেই বিষয়েও নজর রাখতে হবে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

দীর্ঘ ৩০ বছর পর আইসিসি টুর্নামেন্ট। ক্রিকেট বিশ্বেক আয়োজক হিসেবে আবারও ছাপ ফেলতে মরিয়া পাকিস্তান। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক জলঘোলা হয়েছে। নিজেরা আয়োজক থেকে আরব আমির শাহিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেরও পরামর্শ দেওয়া হয়েছিল পাকিস্তানকে। তারা অবশ্য নাছোরবান্দা ছিল টুর্নামেন্ট আয়োজন নিয়ে। একদিকে মাঠে যেমন পরীক্ষা, তেমনই আয়োজক হিসেবেও। পাকিস্তানের ম্যাচেই গ্য়ালারি ভরবে তো! সেই বিষয়েও নজর রাখতে হবে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
ঘরের মাঠে ম্যাচ। আত্মবিশ্বাসী পাকিস্তান। যদিও সদ্য নিউজিল্য়ান্ড, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে চোখ ধাঁধানো পারফর্ম করতে পারেনি পাকিস্তান। তাদের টিমের বোলিং আক্রমণে চিন্তা ছিল হ্যারিস রউফের চোট নিয়ে। যদিও ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান নিশ্চিত করেছেন, হ্য়ারিস রউফ পুরোপুরি ফিট এই ম্যাচ খেলার জন্য। ভাবনা রয়েছে দলের তারকা ব্য়াটার বাবর আজমের ফর্ম নিয়েও।
অন্য দিকে, দুর্দান্ত ফর্মে রয়েছে নিউজিল্য়ান্ড। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই খেতাব জিতেছে কিউয়িরা। তাদের টিমে ভারসাম্যও বেশি। শেষ মুহূর্তে লকি ফার্গুসনের চোট অবশ্য কিছুটা চিন্তা বাড়িয়েছিল। তাঁর পরিবর্ত হিসেবে কাইল জেমিসনকে নেওয়া হয়েছে। মাঠের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে থেকেই থামবে নিউজিল্যান্ড। আয়োজক পাকিস্তানের কাছে জোড়া পরীক্ষা। একদিকে আয়োজক হিসেবে, অন্যদিকে পারফরম্যান্সে। এই টুর্নামেন্টের ফরম্যাটই এমন। এক ম্যাচ হার মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা।





