Shreyas Iyer: ওকে ক্যাপ্টেন হিসেবে… শ্রেয়সকে নিয়ে কী বললেন কোচ পন্টিং?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 24, 2024 | 6:43 PM

IPL 2025 Auction: প্রীতি জিন্টার টিম রিকি পন্টিংকে কোচ করে নতুন করে আইপিএলে (IPL) নামতে চাইছে। পন্টিংও নিলামের আসরে নতুন টিমের হয়ে এসে শুরুতেই বাজিমাত করলেন। পঞ্জাব কি তবে ক্যাপ্টেন পেয়ে গেল?

Shreyas Iyer: ওকে ক্যাপ্টেন হিসেবে... শ্রেয়সকে নিয়ে কী বললেন কোচ পন্টিং?
Shreyas Iyer: ওকে ক্যাপ্টেন হিসেবে... শ্রেয়সকে নিয়ে কী বললেন কোচ পন্টিং?
Image Credit source: PBKS X

Follow Us

কলকাতা: কেকেআর রিটেন করেনি তাঁকে। তখন থেকেই আলোচনা শুরু হয়ে যায় মুম্বইয়ের ক্রিকেটারকে নিয়ে। দিল্লি, লখনউ, কলকাতার ক্যাপ্টেন্সি করার মুখ নেই। ভাবা হয়েছিল, এই তিনটে টিম টানাটানি করবে তাঁকে। হলও তাই। তবে, সবাইকে পিছনে ফেলে পঞ্জাব কিংস (Punjab Kings) তুলে নিয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। আইপিএলের ইতিহাসে কখনও ট্রফি জেতেনি তারা। প্রীতি জিন্টার টিম রিকি পন্টিংকে কোচ করে নতুন করে আইপিএলে (IPL) নামতে চাইছে। পন্টিংও নিলামের আসরে নতুন টিমের হয়ে এসে শুরুতেই বাজিমাত করলেন। পঞ্জাব কি তবে ক্যাপ্টেন পেয়ে গেল? শ্রেয়সকে নিয়ে কী বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি কোচ?

প্রথম দফার আইপিএল শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে পন্টিং বলেন, ‘শ্রেয়সের সঙ্গে ক্যাপ্টেন্সি নিয়ে কথ হয়নি। নিলামের আগে ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু ও ফোন ধরেনি। আইপিএলে শ্রেয়স সফলতম ক্যাপ্টেন। গতবার টিমকে চ্যাম্পিয়ন করেছে। দিল্লির কোচ থাকাকালীন শ্রেয়সের সঙ্গে ৩-৪ বছর কাজ করেছি। ওর সঙ্গে আবার কাজ করব, ভেবেই ভালো লাগছে। শ্রেয়স যদি পঞ্জাবের ক্যাপ্টেন্সি করে আইপিএলে, আমি খুবই খুশি হব।’

আইপিএলের ইতিহাসে অন্যান্য নিলামগুলো থেকে জেড্ডার এই অকশন অনেক এগিয়ে থাকবে। ভারতীয় ক্রিকেটারদের দাপটের জন্য। ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে কিনেছে পঞ্জাব। মনে হয়েছিল, এ বারের আইপিএলে শ্রেয়সই হয়তো সবচেয়ে দামি প্লেয়ার হবেন। তা অবশ্য হয়নি। ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ।

Next Article
Rishabh Pant IPL: নিলামে শ্রেয়সকে টেক্কা, লখনউয়ের নতুন সুলতান ঋষভ পন্থ
Ravichandran Ashwin IPL 2025 Auction: ৯.৭৫ কোটিতে ফেরানো হল ঘরে, ধোনির চেন্নাইয়ে আবার জাডেজার সঙ্গী অশ্বিন