PBKS vs DC Highlights, IPL 2023: লিভিংস্টোনের সেঞ্চুরি মিস, পঞ্জাবের ম্যাচও হাতছাড়া; কঠিন হল শিখরদের প্লে অফের রাস্তা
Punjab Kings vs Delhi Capitals, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
ধর্মশালা : আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব শেষের পথে। প্রত্যেক দলই আপ্রাণ চেষ্টা করছে শেষের ম্যাচগুলি জেতার। প্লে অফে একমাত্র পৌঁছেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। বাকি ৩টি দল কারা হবে, তা এখনও বলা যাচ্ছে না। যদিও প্লে অফের দৌড়ে আর নেই ২টি দল। সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। আজ ধর্মশালায় ছিল পঞ্জাব-দিল্লি আইপিএল ম্যাচ। অঙ্কের বিচারে পঞ্জাবের এখনও প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। তার জন্য পঞ্জাবকে বাকি থাকা ২টো ম্যাচই বড় ব্যবধানে জিততে হত। আজ তা পারল না পঞ্জাব। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান। প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২১৩ রান করেছিল দিল্লি। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে পঞ্জাব। ১৫ রানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন পঞ্জাব বনাম দিল্লি (PBKS vs DC) ম্যাচের খুঁটিনাটি তথ্য।
Key Events
চলতি আইপিএলের পয়েন্ট টেবলে পঞ্জাব কিংস রয়েছে ৮ নম্বরে।
চলতি আইপিএলের পয়েন্ট টেবলে দিল্লি ক্যাপিটালস রয়েছে ১০ নম্বরে।
LIVE Cricket Score & Updates
-
১৫ রানে জয়ী দিল্লি
অল্পের জন্য লিয়াম লিভিংস্টোনের সেঞ্চুরি মিস। একইসঙ্গে পঞ্জাবের ম্যাচও হাতছাড়া। ১৫ রানে ম্যাচ জিতল দিল্লি।
-
রান আউট হরপ্রীত
রান আউট হয়ে মাঠ ছাড়লেন হরপ্রীত ব্রার।
-
-
লিভিংস্টোনের ব্যাটে ছক্কার ফুলঝুরি
লিয়াম লিভিংস্টোনের ব্যাটে ছক্কার ফুলঝুরি। ১৮তম ওভারে মোট ৩টি ছয় মারলেন লিয়াম। জয়ের স্বপ্ন দেখছে পঞ্জাব।
-
খলিল ফেরালেন শাহরুখকে
৩ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন শাহরুখ খান। খলিল আহমেদ ফেরালেন শাহরুখকে। পঞ্জাবের পঞ্চম উইকেটের পতন। এই মুহূর্তে পঞ্জাবের জয়ের জন্য চাই ২১ বলে ৬৭ রান।
-
জীতেশ আউট
শূন্যে ফিরলেন জীতেশ শর্মা। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল পঞ্জাব।
-
-
রিটায়ার্ড হার্ট অথর্ব
রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেব অথর্ব তাইডে। ৪২ বলে ৫৫ রান করে গেলেন তিনি। তাঁর পরিবর্তে নামলেন জীতেশ শর্মা।
-
অথর্বর হাফসেঞ্চুরি
৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অথর্ব তাইডে। এটি আইপিএলে তাঁর দ্বিতীয় হাফসেঞ্চুরি।
-
ইনিংসের মাঝপথে পঞ্জাব
পঞ্জাবের ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। ইনিংসের মাঝপথে আসতে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে পঞ্জাব কিংস।
-
প্রভসিমরন আউট
অক্ষর প্যাটেল ফেরালেন প্রভসিমরন সিংকে। তৃতীয় ধাক্কা খেল পঞ্জাব কিংস। ১৯ বলে ২২ রান করে মাঠ ছাড়লেন প্রভসিমরন।
-
পাওয়ার প্লে শেষ
পঞ্জাব কিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে-র শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৪৭। জয়ের জন্য পঞ্জাবের প্রয়োজন ৮৪ বলে ১৬৭ রান।
-
পঞ্জাবের ৫ ওভারের খেলা শেষ
পঞ্জাব কিংস প্রথম ৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে। ক্রিজে অথর্ব তাইডে ও প্রভসিমরন সিং।
-
ধাওয়ান আউট
শিখর ধাওয়ানের বড় উইকেট হারিয়ে ফেলল পঞ্জাব কিংস। দ্বিতীয় ওভারে সাফল্য এনে দিলেন ইশান্ত শর্মা। শূন্যে ফিরলেন ধাওয়ান।
-
রান তাড়া করলে নামল পঞ্জাব
টার্গেট ২১৪। পঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নামলেন প্রভসিমরন সিং ও শিখর ধাওয়ান।
-
দিল্লির ইনিংস শেষ
টস হেরে প্রথমে ব্যাটিং করে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৩ রান করল দিল্লি ক্যাপিটালস। পঞ্জাবের টার্গেট ২১৪।
-
রোসোর হাফসেঞ্চুরি
আজকের ম্যাচে দ্বিতীয় অর্ধশতরান করলেন দিল্লির ক্রিকেটার। ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রাইলি রোসো। এটি রোসোর প্রথম আইপিএল শতরান।
-
দিল্লির আর ৪ ওভারের খেলা বাকি
- দিল্লির ১৬ ওভারের খেলা শেষ।
- ২ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।
- ক্রিজে রাইলি রোসো ও ফিল সল্ট।
-
পৃথ্বী আউট
১৫তম ওভারের শেষ বলে স্যাম কারান তুলে নিলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ-য়ের উইকেট। বাউন্ডারি লাইনের সামনে দারুণ ক্যাচ নিলেন অথর্ব তাইডে। ৩৮ বলে ৫৪ রান করে মাঠ ছাড়লেন পৃথ্বী শ।
-
ছন্দে থাকা পৃথ্বীর হাফসেঞ্চুরি
২০ এপ্রিল কেকেআররে বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেছিলেন পৃথ্বী শ। সেই ম্যাচে মাত্র ১৩ রান করেছিলেন। আজ পঞ্জাবের বিরুদ্ধে সুযোগ পেয়ে ভালো ছন্দে এগিয়ে চলেছেন পৃথ্বী। দেখতে দেখতে ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন পৃথ্বী।
-
দিল্লির একশো রান পার
১০.৫ ওভারে দিল্লির দলগত ১০০ রান পূর্ণ হল। ক্রিজে রাইলি রোসো ও পৃথ্বী শ।
-
ওয়ার্নার আউট
ছন্দে থাকা ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিলেন স্যাম কারান। অবশেষে পঞ্জাবের প্রথম উইকেটের পতন। ৩১ বলে ৪৬ রান করে গেলেন ওয়ার্নার। দারুণ ক্যাচ নিলেন পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান।
-
ওয়ার্নারের ক্যাচ মিস
৯.১ ওভারে ৩৯ রানে ছিলেন ডেভিড ওয়ার্নার। ওই সময় তাঁর ক্যাচ মিস করলেন রাহুল চাহার।
-
পাওয়ার প্লে শেষ
- দিল্লির ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ।
- ক্রিজে রয়েছেন ডেভিড ওয়ার্নার (৩৪*) ও পৃথ্বী শ (২৬*)।
- পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬১ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।
-
দিল্লির প্রথম ৫ ওভারের খেলা শেষ
শুরুর ৫ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে দিল্লি তুলেছে ৫১ রান। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালো করেছে ওপেনিং জুটি।
-
পৃথ্বীর জন্য মাঠে ফিজিয়ো
১.৫ ওভারে কাগিসো রাবাডার বল হাতে লাগে পৃথ্বী শ-র। তাঁর জন্য মাঠে ছুটে আসেন ফিজিয়ো। একটু পরই পুনরায় শুরু হয় ম্যাচ।
-
দিল্লির ইনিংস শুরু
দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ।
-
PBKS একাদশ
পঞ্জাবের একাদশে ২ পরিবর্তন।
পঞ্জাবের একাদশ – শিখর ধাওয়ান (অধিনায়ক), অথর্ব তাইডে, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, কাগিসো রাবাডা, নাথান এলিস ও অর্শদীপ সিং।
সাবস্টিটিউট – প্রভসিমরন সিং, সিকান্দার রাজা, ম্যাথু শর্ট, ঋষি ধাওয়ান ও মোহিত রাঠী।
-
DC একাদশ
দিল্লির একাদশ – ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, ফিল সল্ট, রাইলি রোসো, অক্ষর প্যাটেল, আমন হাকিম খান, যশ ধুল, কুলদীপ যাদব, অনরিখ নর্টজে, ইশান্ত শর্মা, খলিল আহেমদ।
সাবস্টিটিউট – মুকেশ কুমার, ঈশান পোড়েল, রিপল প্যাটেল, প্রবীন দুবে, সরফরাজ খান।
-
টস আপডেট
ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধর্মশালায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান।
-
কত বছর পর ধর্মশালায় ফিরছে আইপিএল ম্যাচ?
ধর্মশালা স্টেডিয়াম ও হিমাচল সরকারের মধ্যে আইনি লড়াইকে কেন্দ্র করে পাহাড় ঘেরা এই সুদৃশ্য স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ বন্ধ ছিল।
পড়ুন বিস্তারিত – PBKS vs DC, IPL 2023 : পাহাড়ের কোলে আইপিএল, ১০ বছর পর নয়নাভিরাম ধর্মশালায় কোটিপতি লিগের ম্যাচ
-
ধর্মশালায় আইপিএল ফিরছে
আজ ধর্মশালায় আইপিএল ম্যাচ। প্রায় ১০ বছর পর এই ভেন্যুতে আইপিএল ম্যাচ। ধর্মশালা পঞ্জাবের দ্বিতীয় হোম গ্রাউন্ড।
Coming up next ⏳@PunjabKingsIPL face @DelhiCapitals in Match 6️⃣4️⃣ of #TATAIPL 2023 ??
Who are you rooting for? ? #PBKSvDC pic.twitter.com/khbsTBsTen
— IndianPremierLeague (@IPL) May 17, 2023
-
পয়েন্ট টেবলে দিল্লি কোথায়
চলতি আইপিএলের পয়েন্ট টেবলে দিল্লি ক্যাপিটালস রয়েছে ১০ নম্বরে।
-
পয়েন্ট টেবলে পঞ্জাব কোথায়
চলতি আইপিএলের পয়েন্ট টেবলে পঞ্জাব কিংস রয়েছে ৮ নম্বরে।
Published On - May 17,2023 6:30 PM