PBKS vs DC, IPL 2023 : পাহাড়ের কোলে আইপিএল, ১০ বছর পর নয়নাভিরাম ধর্মশালায় কোটিপতি লিগের ম্যাচ

Dharamsala Stadium : ধর্মশালা স্টেডিয়াম ও হিমাচল সরকারের মধ্যে আইনি লড়াইকে কেন্দ্র করে পাহাড় ঘেরা এই সুদৃশ্য স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ বন্ধ ছিল।

PBKS vs DC, IPL 2023 : পাহাড়ের কোলে আইপিএল, ১০ বছর পর নয়নাভিরাম ধর্মশালায় কোটিপতি লিগের ম্যাচ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 9:30 AM

ধর্মশালা: প্রায় ১০ বছর পর। ধর্মশালায় (Dharamsala) ফিরছে আইপিএল ম্যাচ। হিমাচল ক্রিকেট স্টেডিয়ামে ১৭ এবং ১৯ মে দুটি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মনোরম স্টেডিয়ামে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের (RR vs DC) মুখোমুখি হবে। আজ বুধবার রয়েছে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। ধর্মশালায় শেষ আইপিএল ম্যাচ খেলা হয়েছিল ২০১৩ সালে। তারপর নানা কারণে ধর্মশালায় কোটিপতি লিগের ম্যাচ ফেরেনি (IPL 2023)। ধর্মশালা স্টেডিয়াম ও হিমাচল সরকারের মধ্যে আইনি লড়াইকে কেন্দ্র করে পাহাড় ঘেরা এই সুদৃশ্য স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ বন্ধ ছিল। ১০ বছর পর পাহাড়ের মনোরম পরিবেশে আইপিএলের উত্তেজনার পরদ চড়বে। কারণ প্লে অফে টিকে থাকতে হলে বাকি দুটি ম্যাচ পঞ্জাবকে জিততেই হবে। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৫৭ মিটার উপরে এই ভেনু ভারতে আইপিএলের সর্বোচ্চ ভেনু। ধর্মশালায় ২০১১ সালে সর্বাধিক ২৩২ রান তুলেছিল পঞ্জাব কিংস (তখন অবশ্য কিংস ইলেভেন পঞ্জাব)। এরপর রয়েছে ডেকান চার্জার্স। পঞ্জাবের বিরুদ্ধে সেবছরই ১৯৮ রান তোলে দলটি। ধর্মশালায় সিএসকের সর্বোচ্চ রান ১৯৫। ২০১০ সালে পঞ্জাব তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ডে তুলেছিল ১৯২ রান। প্রতিপক্ষ ছিল চেন্নাই। ধর্মশালায় সর্বাধিক প্রথম পাঁচটি স্কোরের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়েছে ১৮৩ রান। এই ভেনুতে সবথেকে কম স্কোর রয়েছে পঞ্জাব কিংসের ঝুলিতে। ২০১১ সালে ডেকান চার্জাসের বিরুদ্ধে ১১৬ রান তুলেছিল প্রীতি জিন্টার টিম।

এইচপিসিএ স্টেডিয়ামে সর্বকালের সেরা রান স্কোরারের রেকর্ড রয়েছে শন মার্শের কাছে। মোট ৩৩৪ রান। এরপর অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর রান সংখ্যা ২৯৫। ২০১১ সালে আরসিবির বিরুদ্ধে ৫৫ বলে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন গিলি। তখন ডেকান চার্জার্সের হয়ে খেলা শিখর ধাওয়ান ২০১১ সালে পঞ্জাবের বিরুদ্ধে ৫৭ বলে ৯৫ রানের ইনিংস খেলেন। ধর্মশালার সবথেকে সফল বোলার পীয়ুষ চাওলা। মোট ১৩টি উইকেট নিয়েছেন এই ভেনুতে।