Rohit Sharma: টানা ১৩ হার, রোহিত শর্মাকে নিয়ে ছড়িয়ে পড়ল নতুন অঙ্ক!

Mar 02, 2025 | 5:25 PM

ICC Men's Champions Trophy 2025: রোহিত শর্মার ক্ষেত্রে এমন পরিস্থিতিই তৈরি হয়েছে। দুবাইয়ে গ্রুপ এ-র শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। টস হার রোহিতের। রেকর্ডও বলা যায়। তবে এই রেকর্ড কেউ গড়তে চাইবেন না। সেটাই হল রোহিতের।

Rohit Sharma: টানা ১৩ হার, রোহিত শর্মাকে নিয়ে ছড়িয়ে পড়ল নতুন অঙ্ক!
Image Credit source: BCCI

Follow Us

টস ইজ বস! অনেক ম্যাচেই এই তথ্যকে ধ্রুব সত্য মানা হয়। টস জেতা-হারা কারও উপর নির্ভর করে না। এ কারণেই টস! যে কেউ জিততে কিংবা হারতে পারে। কিন্তু টানা হারতে থাকলে? রোহিত শর্মার ক্ষেত্রে এমন পরিস্থিতিই তৈরি হয়েছে। দুবাইয়ে গ্রুপ এ-র শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। টস হার রোহিতের। রেকর্ডও বলা যায়। তবে এই রেকর্ড কেউ গড়তে চাইবেন না। সেটাই হল রোহিতের। ওয়ান ডে ফরম্যাটে টানা ১৩টি ওডিআই ম্যাচে টস হার ভারতের। শেষ বার ২০২৩ ওডিআই বিশ্বকাপে টস জিতেছিল ভারত।

ওয়ান ডে ফরম্যাটে মাঝে ভারতকে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুলও। রোহিত ১০ এবং রাহুল ৩। সব মিলিয়ে টানা ১৩টি ওয়ান ডে-তে টস হার। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। নতুন অঙ্কও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন টানা টস হারের সম্ভাবনা ০.০১২২ শতাংস। এমন অগণিত পোস্ট ছড়িয়ে পড়েছে।

ক্রিকেট প্রেমীদের সেন্স অব হিউমারের নতুন উদাহরণ। টসের ক্ষেত্রে যে ভারতের ভাগ্য খুবই খারাপ চলছে, হতাশা ঢাকতে পারছেন না ক্রিকেট প্রেমীরাও। তবে এমন পরিস্থিতিতে মজা করতেও ছাড়ছেন না।