Rahul Dravid: টি-২০ বিশ্বকাপই শেষ অ্যাসাইনমেন্ট, ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলছেন…

Jun 04, 2024 | 6:50 AM

T20 World Cup 2024: কোচ হিসেবে রাহুল দ্রাবিড় বেশ সফল। তিনি ভারতীয় টিমের দায়িত্বে থাকাকালীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। কিন্তু তাঁর কোচিংয়ে কোনও ট্রফি ভারতীয় শিবিরে আসেনি। এ বার দেখার নিজের শেষ অ্যাসাইমেন্ট হাসিমুখে দ্রাবিড় শেষ করতে পারেন কিনা।

Rahul Dravid: টি-২০ বিশ্বকাপই শেষ অ্যাসাইনমেন্ট, ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলছেন...
টি-২০ বিশ্বকাপই শেষ অ্যাসাইনমেন্ট, ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলছেন...
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: দেশের মাটিতে ১৭তম আইপিএল (IPL) চলাকালীনই জানা গিয়েছিল, এ বার নতুন কোচের খোঁজে বিসিসিআই। কারণ, ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মেয়াদ ফুরোনোর কথা ছিল টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অবধি। যে কারণে বোর্ডের পক্ষ থেকে নতুন কোচের পদে আবেদনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। শুরুর দিকে ভারতের নতুন কোচ হতে পারেন বলে একাধিক নাম উঠে আসছিল। শেষ অবধি গৌতম গম্ভীরকে পরবর্তী ভারতের কোচের জন্য অনেকেই এগিয়ে রেখেছেন। এ বার কোচের পদ ছাড়া নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়।

টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ সফর শুরুর আগে নিউ ইয়র্কে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এই বিশ্বকাপই তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। রাহুল দ্রাবিড় বলেন, ‘এই বিশ্বকাপেই আমি শেষবার ভারতীয় টিমের দায়িত্বে রয়েছি। যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না যে আমি আর কোচের পদের জন্য আবেদন করব।’

রাহুল দ্রাবিড় যে আর টিম ইন্ডিয়ার কোচ থাকছেন না, সে কথা সকলেরই জানা ছিল। রাহুলের কথায়, ‘আমি এই কাজটা করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি। আমি মনে করি এটা একটা বিশেষ কাজ। আমি এই টিমের সঙ্গে কাজ করা প্রতিটি সময় উপভোগ করেছি। সব প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। তবে আমি বলব না এটা আমার শেষ প্রতিযোগিতা বলে এ বারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ। তেমনটা মোটেও নয়।’

কোচ হিসেবে রাহুল দ্রাবিড় বেশ সফল। তিনি ভারতীয় টিমের দায়িত্বে থাকাকালীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। কিন্তু তাঁর কোচিংয়ে কোনও ট্রফি ভারতীয় শিবিরে আসেনি। এ বার দেখার নিজের শেষ অ্যাসাইমেন্ট হাসিমুখে দ্রাবিড় শেষ করতে পারেন কিনা।

Next Article