Indian Cricket: টিমের সবাইকে আলাদা করে ফোন দ্রাবিড়ের
বিশ্বকাপ চলাকালীনই কোচ দ্রাবিড়ের নাম সরকারি ভাবে জানায় বোর্ড (BCCI)। কোচের দায়িত্বে এসেই স্কোয়াডে থাকা সমস্ত ভারতীয় ক্রিকেটাদের সঙ্গে যোগাযোগ করেন দ্রাবিড়। প্রত্যেকের সঙ্গে ফোনে আলাদা ভাবে কথা বলেন টিম ইন্ডিয়ার নতুন কোচ। প্রত্যেকের শারীরিক এবং মানসিক অবস্থা কি রকম আছে তা জানতে চান।
মুম্বই: এই জন্যই তিনি বাকি সবার থেকে অনেক আলাদা। এই জন্যই তিনি মিস্টার পার্ফেকশনিস্ট। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল, রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যাঁর মতাদর্শ বাকি সবার চেয়ে অনেক আলাদা। ভারতীয় দলের কোচ নির্বাচিত হওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছেন দ্রাবিড়।
বিশ্বকাপ চলাকালীনই কোচ দ্রাবিড়ের নাম সরকারি ভাবে জানায় বোর্ড (BCCI)। কোচের দায়িত্বে এসেই স্কোয়াডে থাকা সমস্ত ভারতীয় ক্রিকেটাদের সঙ্গে যোগাযোগ করেন দ্রাবিড়। প্রত্যেকের সঙ্গে ফোনে আলাদা ভাবে কথা বলেন টিম ইন্ডিয়ার নতুন কোচ। প্রত্যেকের শারীরিক এবং মানসিক অবস্থা কি রকম আছে তা জানতে চান। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটের থেকে তাঁর কি প্রত্যাশা রয়েছে তাও জানার চেষ্টা করেন দ্রাবিড়। প্রত্যেক ক্রিকেটার ভারতীয় ক্রিকেটকে কি ভাবে দেখছেন, তাও জানতে চান।
কোনও ক্রিকেটারের বিশ্রামের প্রয়োজন আছে কিনা তাও বিরাট (Virat Kohli)-রোহিতদের (Rohit Sharma) থেকে জানেন দ্রাবিড়। মানসিক ভাবে সেই ক্রিকেটার খেলার জন্য প্রস্তুত কিনা তা খোলাখুলি জানার চেষ্টা করেন। একই সঙ্গে প্রত্যেক ক্রিকেটারের অবস্থান ভারতীয় দলে সুরক্ষিত, তাও জানান দ্রাবিড়।
সব রকম ভাবে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চান টিম ইন্ডিয়ার নতুন কোচ। এতে দলের শক্তি যে রকম বাড়বে, একই সঙ্গে ব্যাক আপ দলও তৈরি হয়ে যাবে। নিউজিল্যান্ড (New Zealand) সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। প্রথম টেস্টেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। ফিরবেন মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে। নিউজিল্যান্ড সিরিজ শেষের পরই দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে খেলতে যাবে ভারতীয় দল। সেখানে ৩টে টেস্টের সঙ্গে ৩টে একদিনের ম্যাচ ও ৪টে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। তারপরই রয়েছে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) আর শ্রীলঙ্কা (Sri Lanka) সিরিজ।
আরও পড়ুন: T20 World Cup 2021: ‘হাসান যোদ্ধা, ও ফিরে আসবে’, বাবর