Ravichandran Ashwin: সেলিব্রেশন নৈব নৈব চ, আর রেকর্ড ঝুলি ভর্তি! অশ্বিনকে দেখে শেখার বার্তা পাক প্রাক্তনীর

IND vs BAN: রবিচন্দ্রন অশ্বিন = বাংলাদেশ টেস্ট ঝুলি ভর্তি রেকর্ড --- এমনটা বললে খুল ভুল বলা হবে না। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন অশ্বিন। সিরিজের সেরাও হয়েছিলেন তিনি। এ বার তাঁকে দেখে শেখার কথা পাক প্রাক্তনীর মুখে।

Ravichandran Ashwin: সেলিব্রেশন নৈব নৈব চ, আর রেকর্ড ঝুলি ভর্তি! অশ্বিনকে দেখে শেখার বার্তা পাক প্রাক্তনীর
Ravichandran Ashwin: সেলিব্রেশন নৈব নৈব চ, আর রেকর্ড ঝুলি ভর্তি! অশ্বিনকে দেখে শেখার বার্তা পাক প্রাক্তনীরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 04, 2024 | 7:15 PM

কলকাতা: কোনও ক্রিকেটার কোনও ম্যাচে হাফসেঞ্চুরি, সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করলে সেলিব্রেট করেন। কোনও ক্রিকেটার উইকেট নিলে সেলিব্রেট করেন। কোনও ক্রিকেটার ক্যাচ নিলে সেলিব্রেট করেন। এগুলো ২২ গজের খুব পরিচিত দৃশ্য। কখন এই সবকটা জিনিস হওয়ার পরও কোনও ক্রিকেটার নির্লিপ্ত থাকেন? এমন ক্রিকেটার খুব কমই পাওয়া যায়। এই তালিকায় রয়েছেন ভারতের সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা (Ramiz Raja)। তাঁর মতে অশ্বিন সাফল্য পেলেও সেলিব্রেট করে না। তাঁর মতো বুদ্ধিদীপ্ত ক্রিকেটার খুবই কম।

রবিচন্দ্রন অশ্বিন = বাংলাদেশ টেস্ট ঝুলি ভর্তি রেকর্ড — এমনটা বললে খুল ভুল বলা হবে না। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন অশ্বিন। সিরিজের সেরাও হয়েছেন তিনি। সম্প্রতি রামিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘ও (অশ্বিন) এমন একজন অলরাউন্ডার, যে খুব বেশি সেলিব্রেট করে না। যদি ওর রেকর্ড দেখা হয়, নজরে পড়বে ও কিন্তু কারও থেকে কম নয়। ও একজন বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। নিজের মতো করে এগোয়। ও দলের ১২তম ব্যক্তি হলেও রেগে যেতে দেখা যায় না ওকে। দলের পরিস্থিতি বোঝে এবং নিজের দায়িত্ব বোঝে।’

টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার অশ্বিন যখনই সুযোগ পান, নিজেকে প্রমাণ করেন। তাঁর থেকে অনেকের অনেক কিছু শেখারও রয়েছে বলে মনে করেন রামিজ রাজা। তিনি বলেন, ‘ও মতামত শেয়ার করে। কিন্তু মাঠের বাইরের যে কোনও কিছুরই সমালোচনামূলক বিশ্লেষণ করে না। খেলার প্রতি ওর বুদ্ধিমত্তা নজরে পড়ে। যা তাঁর মন্তব্যে নজরে পড়ে।’