India vs Pakistan: চারদলীয় টুর্নামেন্ট করার অভিনব প্রস্তাব রামিজ রাজার

চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার প্রস্তাব পাক বোর্ড প্রধানের। মার্চে আইসিসির (ICC) সভাতেই এই প্রস্তাব পেশ করবেন তিনি।

India vs Pakistan: চারদলীয় টুর্নামেন্ট করার অভিনব প্রস্তাব রামিজ রাজার
বিরাট কোহলি ও বাবর আজম (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2022 | 1:50 PM

করাচি: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে নিয়ে চারদলীয় টুর্নামেন্ট করার প্রস্তাব পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রামিজ রাজার (Ramiz Raja)। চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার প্রস্তাব পাক বোর্ড প্রধানের। মার্চে আইসিসির (ICC) সভাতেই এই প্রস্তাব পেশ করবেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে রামিজ রাজা বলেন, ‘একটা নতুন ভাবে টুর্নামেন্ট আয়োজন করার ভাবনা আছে আমার। কূটনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এই মুহূর্তে সম্ভব নয়। তাই প্রত্যেক বছর এই ৪ দলকে নিয়ে কোয়াড্র্যাঙ্গুলার টি-২০ সিরিজ (T20 Series) করার প্রস্তাব দেব আইসিসিকে।’

এর সঙ্গে যোগ করে রাজা বলেন, ‘এমনিতেও দ্বিপাক্ষিক সিরিজের পক্ষপাতী আমি নই। তিন বা চার দলের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলে তাতে টুর্নামেন্টের আকর্ষণ যেরকম বাড়বে, তেমনই প্রতিযোগিতার মানও অনেক উন্নতি হবে। একই সঙ্গে এই চার ক্রিকেট বোর্ড আর্থিক ভাবেও আরও লাভের মুখ দেখবে।’

টুইটারেও এই সিরিজের কথা জানান রামিজ রাজা। তবে তাঁর এই প্রস্তাব কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ আইসিসি বা এসইসির কোনও টুর্নামেন্ট ছাড়া অন্য কোনও টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া এই মুহূর্তে সম্ভব নয়। বাণিজ্যিকভাবে ভারত-পাকিস্তান ম্যাচ লাভের মুখ দেখালেও কূটনৈতিক দ্বন্দ্বের কারণে দুই দেশ মুখোমুখি হতে পারে না। গত ২৪ শে অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। ওই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান।

আরও পড়ুন: IND vs SA 3rd Test Day 3 Live: ভারতকে ম্যাচে ফেরাতে সেই ভরসা কোহলি-পূজারাতে