Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja: বউ জাদু করেছে… জাডেজা মুখ ফেরাতেই গুরুতর অভিযোগ বাবার

রবীন্দ্র জাডেজাকে ক্রিকেটার বানাতে কম পরিশ্রম করেননি তাঁর বাবা। সেই কষ্টের দিনগুলো মনে করে তিনি বলেন, 'ও আমার ছেলে, এটাই যেন আমাকে এখন কষ্ট দেয়। আমি ভাবি যদি রিভাবার সঙ্গে ওর বিয়ে না দিতাম, ভালো হত। আবার মনে হয় যদি ওকে ক্রিকেটার না বানাতাম, তা হলে ভালো হত। হয়তো এমন দিনটা দেখতে হত না।'

Ravindra Jadeja: বউ জাদু করেছে... জাডেজা মুখ ফেরাতেই গুরুতর অভিযোগ বাবার
Follow Us:
| Updated on: Sep 05, 2024 | 5:08 PM

কলকাতা: বাবা-মা মুখে না বললেও তাঁরা বরাবর চান যে তাঁদের ছেলে মেয়ে বড় হয়ে যেন পাশে দাঁড়ায়। আবার যখন ছেলে-মেয়ের জন্য বিরাট ত্যাগস্বীকার করতে হয় কোনও বাবা-মাকে, তখন তাঁদের প্রত্যাশা থাকে সন্তান ঠিক তাঁদের দেখবেন। সাধারণ মানুষের মতো এই ভাবনা থাকে লড়াই করে ছেলে-মেয়েকে ক্রিকেটার তৈরি করা বাবা-মায়েরও। কঠোর পরিশ্রম করে ছেলেকে ক্রিকেটার হওয়ার জন্য বরাবর সমর্থন করে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বাবা। এ বার ভারতীয় তারকা অলরাউন্ডারের বাবা জানিয়েছেন, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভালো নয়। আর তাঁদের সম্পর্কে তিক্ততার কারণ হিসেবে রবীন্দ্রর বাবা অনিরুদ্ধ সিং জানিয়েছেন রিভাবার (Rivaba Jadeja) কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দৈনিক ভাস্করের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে জানানো হয়েছে, ভারতীয় অলরাউন্ডারের বাবা জানিয়েছেন জাডেজার সঙ্গে এবং রিভাবার সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। জামনগরে একাই দিন কাটে জাডেজার বাবার। ছেলে তাঁকে দেখেনও না। এত বড় অভিযোগ জানার পর অবশ্য চুপ থাকেননি জাডেজা।

দৈনিক ভাস্করের ভিডিয়ো অনুযায়ী, জাডেজার বাবাকে বলতে শোনা গিয়েছে, ‘সত্যি বলতে গেলে আমার সঙ্গে রবীন্দ্র ও স্ত্রী রিভাবার কোনও সম্পর্ক নেই। আমরা ওদের ডাকি না, ওরাও আমাদের ডাকে না। ওদের বিয়ের দু-তিন মাস পর থেকেই আমাদের ঝামেলা শুরু হয়েছিল।’ বর্তমানে জামনগরে একাই থাকেন জাডেজার বাবা। তিনি বলেন, ‘রবীন্দ্র জামনগরেই থাকে। ও নিজের একটা বাংলো বানিয়েছে এবং সেখানেই আলাদা থাকে। আমি ওর সঙ্গে দেখা করতেও যাই না। জানি না ওর স্ত্রী ওর উপর কী জাদু করেছে।’

রবীন্দ্র জাডেজাকে ক্রিকেটার বানাতে কম পরিশ্রম করেননি তাঁর বাবা। সেই কষ্টের দিনগুলো মনে করে তিনি বলেন, ‘ও আমার ছেলে, এটাই যেন আমাকে এখন কষ্ট দেয়। আমি ভাবি যদি রিভাবার সঙ্গে ওর বিয়ে না দিতাম, ভালো হত। আবার মনে হয় যদি ওকে ক্রিকেটার না বানাতাম, তা হলে ভালো হত। হয়তো এমন দিনটা দেখতে হত না।’

ভারতীয় অলরাউন্ডারের বাবা এও জানান যে, তিনি তাঁর নাতনিকে ৫ বছর দেখেনি। জাডেজার বিয়ের ৩ মাস পরই নাকি রিভাবা তাঁকে বলেছিল পুরো সম্পত্তি তাঁর নামে লিখে দিতে। জাডেজার বাবার কথায়, বাড়িতে ঝামেলা, ঝগড়ার পরিস্থিতিও তৈরি করতেন রিভাবা।

জাডেজার স্ত্রী রিভাবা বিজেপি বিধায়ক। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনিও চুপ থাকেননি। টুইট করে লিখেছেন, ‘হালমা দিব্য ভাস্করনের অযৌক্তিক সাক্ষাৎকারে যা বলা হয়েছে তা অর্থহীন এবং অসত্য। সেখানে এক পক্ষর কথা তুলে ধরা হয়েছে। যা আমি অস্বীকার করছি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে তা নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে যা আমি প্রকাশ্যে না বললেই ভালো হয়।’