IPL 2024: ধোনির ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে বিরাটের RCB-র জয় চেয়ে ভক্তর পুজো, রইল ছবি

May 18, 2024 | 6:43 PM

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে? মনে প্রাণে আরসিবির অনুরাগীরা সেটাই চাইছেন। বিরাট কোহলির আরসিবির জয় চেয়ে এক ভক্ত মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।

IPL 2024: ধোনির ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে বিরাটের RCB-র জয় চেয়ে ভক্তর পুজো, রইল ছবি
IPL 2024: ধোনির ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে বিরাটের RCB-র জয় চেয়ে ভক্তর পুজো, রইল ছবি
Image Credit source: X

Follow Us

কলকাতা: RCB vs CSK সোশ্যাল মিডিয়া সাইটে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে। একইসঙ্গে ট্রেন্ডিংয়ে চিন্নাস্বামী ও বৃষ্টি। বেঙ্গালুরুর আবহাওয়া খারাপ। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ছবি-ভিডিয়ো মারফত জানা গিয়েছে বেঙ্গালুরুতে বৃষ্টিও শুরু হয়েছে। আরসিবির ভক্তরা আজ অবধি আইপিএলের (IPL) স্বাদ পায়নি। এই পরিস্থিতিতে এখনও বিরাটদের এ বারের টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে আরসিবির অনুরাগীরা। চিন্নাস্বামীর আশে পাশে ভিড় জমিয়েছেন আরসিবি (RCB) ও সিএসকের  (CSK) অনুরাগীরা। এই পরিস্থিতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে আরসিবির এক ভক্তর ছবি। যেখানে দেখা গিয়েছে আরসিবির জয় চেয়ে পুজো দিয়েছেন এক ভক্ত।


মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ কি আরসিবি জিতবে? মনে প্রাণে আরসিবির অনুরাগীরা সেটাই চাইছেন। বিরাট কোহলির আরসিবির জয় চেয়ে এক ভক্ত গনেশ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন। আর পুজো দেওয়ার পর সেই ভক্ত নারকেলও ফাটান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।

আরসিবির এক ভক্ত সিএসকে ম্যাচের আগে পুজো দিয়েছেন। তিনি চান এ বারের আইপিএলের প্লে অফে উঠুক আরসিবি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ব্যানারও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যেখানে লেখা দেখা যাচ্ছে, ‘মাহি তোমার কাছে তো ৫ খানা আইপিএল ট্রফি রয়েছে। আরসিবিকে একটা ট্রফি জিততে দাও।’

বৃষ্টির কারণে আরসিবি-চেন্নাই ম্যাচ ভেস্তে গেলে ১-১ করে পয়েন্ট ভাগাভাগি হবে দুই টিমের মধ্যে। তাতে প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলবে সিএসকে। আর আজ চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ হলে থাকছে আরসিবির সামনে থাকছে অঙ্ক। বিস্তারিত জানতে পড়ুন – RCB vs CSK IPL 2024 Match Prediction: অঙ্ক, বিরাট-আবেগের ম্যাচে ‘মাহি’ন্দ্রক্ষণের অপেক্ষা; আশঙ্কা আবহাওয়া

Next Article