IPL 2022: ‘ক্যাপ্টেন’ শ্রেয়সকে পেতে ঝাঁপাবে ব্যাঙ্গালোর, কলকাতা, পঞ্জাব

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 18, 2022 | 9:00 AM

শ্রেয়সকে দলে টানার জন্য মেগা নিলামে বেশ চমক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

IPL 2022: ক্যাপ্টেন শ্রেয়সকে পেতে ঝাঁপাবে ব্যাঙ্গালোর, কলকাতা, পঞ্জাব
IPL 2022: 'ক্যাপ্টেন' শ্রেয়সকে পেতে ঝাঁপাবে ব্যাঙ্গালোর, কলকাতা, পঞ্জাব

Follow Us

নয়াদিল্লি: আইপিএলের (IPL) মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) অধিনায়ক করার জন্য দৌঁড়ে একটা-দুটো দল নেই, রয়েছে তিন তিনটে দল। গতবারের আইপিএলের প্রথম মরসুমে চোটের কারণে খেলতে পারেননি শ্রেয়স। তাঁর বদলে দিল্লির ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ঋষভ পন্থের কাঁধে। মরুশহরে দ্বিতীয় পর্বে চোট সারিয়ে শ্রেয়স ফেরেন এবং দুরন্ত ছন্দেই ছিলেন। কিন্তু তাঁকে ক্যাপ্টেন্সি ফিরিয়ে দেওয়া হয়নি। বরং আস্থা রাখা হয় পন্থের ওপর। আইপিএলে ভালো ফর্মে থাকার পর, গত বছরের শেষের দিকে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজরকাড়া পারফরম্যান্সও করেন। তাই তাঁকে দলে টানার জন্য মেগা নিলামে বেশ চমক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), কলকাতা নাইট রাইডার্স (KKR) ও পঞ্জাব কিংস (PBKS) নেতা হিসেবে শ্রেয়সকে নেওয়ার চেষ্টা চালাবে।

বিরাট কোহলি আগেই জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএলের পরের মরসুম থেকে আরসিবির ক্যাপ্টেন্সি করবেন না। স্বাভাবিকভাবেই ক্যাপ্টেনের খোঁজে রয়েছে বিরাটের দল। এক সূত্র মারফত জানা গিয়েছে, “বিরাট কোহলি আরসিবির ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পরে, ব্যাঙ্গালুরু টিম আইয়ারকে তাদের পরবর্তী অধিনায়ক হিসেবে পাওয়ার জন্য আগ্রহী। আগামী মাসে বেঙ্গালুরুতে যে নিলাম হবে, সেখানে তারা শ্রেয়সের জন্য মরিয়া হয়ে বিড করবে।”

ওই সূত্র আরও বলেন, “কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসও ওকে নিলামে পাওয়ার জন্য আগ্রহী থাকবে।” দিল্লি এ বারের রিটেনশনের সময় শ্রেয়সকে রিটেইন করেনি। শ্রেয়স নিজেও চাইছেন, কোনও একটা দলের ক্যাপ্টেন্সি করতে। আইপিএলের দুই নতুন দল লখনও আর আমদাবাদ শ্রেয়সকে অধিনায়কের প্রস্তাব দেয়নি, তাই তিনি ওই দুই দলে যোগ না দিয়ে নিলামে ওঠার কথাই ঠিক করেছেন। এ বার শুধু নিলামের অপেক্ষার পালা। তাতে কোন দল শ্রেয়সের মতো প্রতিভাবান ক্রিকেটারকে দলের নেতা হিসেবে বেছে নেবে সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন: Rohit Sharma: চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফিরতে চলেছেন হিটম্যান

আরও পড়ুন: IPL 2022: ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে দলে টানল কেকেআর

Next Article