IPL: কেন মার্কি প্লেয়ার হননি? ডলারের ‘হিসেব’ বোঝালেন ধোনি

MS Dhoni, CSK: তিনটে ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার ছিল না। যে কারণে এই হিসেবটা কষতে পেরেছিলেন ধোনি। মাহি বলেওছেন, 'যে তিন ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার ছিল না, তারা আমাকে নেওয়ার জন্য অনেক বেশি টাকার দর দিতে পারত। নিলামে কিন্তু সিএসকে আমাকে কিনেছিল ১৫ লক্ষ টাকায়। যে হিসেব কষে আমি নিলামে নেমেছিলাম, সেটা কিন্তু সফল হয়েছিল। এখন যখন আমি ওই সময়ের কথা ভাবি, মনে হয়, ডলারের দাম ৪০এর বদলে ৭০ হলে আরও বেশি টাকা রোজগার করতে পারতাম।'

IPL: কেন মার্কি প্লেয়ার হননি? ডলারের ‘হিসেব’ বোঝালেন ধোনি
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 8:58 PM

কলকাতা: ২২ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এ বারের আইপিএল। যতই লোকসভা নির্বাচন থাকুক, দেশের মাঠেই হবে আইপিএল। হয়তো দুটো ভাগে হতে পারে আইপিএল। বিউগল বাজার আগেই কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে। তারই মধ্যে স্টার স্পোর্টস একটি ভিডিয়ো পোস্ট করেছে, যেখানে মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সালের এক বিশেষ ঘটনা তুলে ধরেছেন। ওই বছরই শুরু হয়েছিল আইপিএল। ধোনি সবচেয়ে বেশি দামে বিকিয়েছিলেন প্রথম আইপিএলে। কিন্তু তিনি মার্কি প্লেয়ার ছিলেন না। কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন? ১৬ বছরের পুরনো ঘটনা শোনালেন মাহি। কী ছিল কারণ, শুনলে অবাক হয়ে যাবেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ধোনির কথায়, ‘২০০৮ সালে আইপিএল শুরুর আগে সব টিমে একজন করে মার্কি প্লেয়ার থাকবে, এমনই ঘোষণা করা হয়েছিল। আমাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল মার্কি প্লেয়ার হওয়ার জন্য। বলা হয়েছিল, এই ফ্র্যাঞ্চাইজির জন্য আপনি কি মার্কি প্লেয়ার হবেন? ওই সময় খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হত। ওই সময় আমি ভারতীয় টিমের ক্যাপ্টেন। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম আমরা। আমি নিশ্চিত ছিলাম, নিলামে থাকলে আমার দর ১ মিলিয়ন ডলারে ঠিক উঠবে। তাই আমি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিই। আর মার্কি প্লেয়ার না হয়ে সরাসরি নিলামে যাই।’

ধোনির সিদ্ধান্ত ভুল ছিল না, তা ১৬ বছর আগেই দেখা গিয়েছে। ধোনি বলেছেন, ‘তিনটে ফ্র্যাঞ্চাইজি, যাদের কাছে মার্কি প্লেয়ার নেই, তারা আমাকে পাওয়ার জন্য ঝাঁপাতে পারে। পাশাপাশি যে সব ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার আছে, তারাও আমাকে নিতে পারে। সে ক্ষেত্রে আমার দাম বাড়বে। কিন্তু কোনও টিমের মার্কি প্লেয়ার থাকা মানে, আমার যাই হোক না কেন, মার্কি প্লেয়ারকে ১০ থেকে ১৫ শতাংশ বেশি অর্থ দিতে হবে। এই কারণেই আমি ভেবেছিলাম, মার্কি প্লেয়ার না হয়ে আমি নিলামে যাব।’

তিনটে ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার ছিল না। যে কারণে এই হিসেবটা কষতে পেরেছিলেন ধোনি। মাহি বলেওছেন, ‘যে তিন ফ্র্যাঞ্চাইজির মার্কি প্লেয়ার ছিল না, তারা আমাকে নেওয়ার জন্য অনেক বেশি টাকার দর দিতে পারত। নিলামে কিন্তু সিএসকে আমাকে কিনেছিল ১৫ লক্ষ টাকায়। যে হিসেব কষে আমি নিলামে নেমেছিলাম, সেটা কিন্তু সফল হয়েছিল। এখন যখন আমি ওই সময়ের কথা ভাবি, মনে হয়, ডলারের দাম ৪০এর বদলে ৭০ হলে আরও বেশি টাকা রোজগার করতে পারতাম।’

২০০৮ সালে ধোনিকে নিলাম থেকে নেওয়ার জন্য দুটো টিম মরিয়া হয়ে নেমেছিল। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি লড়াই ছিল মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। ১৪ লক্ষ টাকা পর্যন্ত দর দিয়েছিল মুম্বই। কিন্তু ১৫ লক্ষ টাকায় সিএসকে কিনে নিয়েছিল। বাকিটা ইতিহাস। এ বারও ধোনি হলুদ জার্সির ক্যাপ্টেন্সি করবেন। হয়তো এটাই তাঁর শেষ আইপিএল।