India T20 team: ইডেনে টি-২০ জয়ের সেঞ্চুরি ভারতের, প্রথম ম্যাচটা মনে আছে?

২০০৬ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ততদিনে ক্রিকেট মানচিত্রে ঢুকে পড়েছে মারকাটারি ক্রিকেট টি-২০। দুই বোর্ডের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও একদিনের ম্যাচের মাঝে প্রথম টি-২০ খেলবে ভারত। কারণ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাতেই ছিল প্রথম টি-২০ বিশ্বকাপ।

India T20 team: ইডেনে টি-২০ জয়ের সেঞ্চুরি ভারতের, প্রথম ম্যাচটা মনে আছে?
ভারতের প্রথম টি-২০ ম্যাচের দলে ছিলেন সচিনও। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2022 | 4:00 PM

কলকাতা: শুক্রবার ইডেন গার্ডেন্সে টি-২০ জয়ের সেঞ্চুরি করল ভারতীয় দল। বিরাট কোহলি, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ারদের ব্যাটিং ও ভুবনেশ্বর কুমারদের বোলিংয়ে ভর করে শততম টি-২০ ম্যাচ জিতল রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল। বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় দল হিসেবে এই কৃতিত্ব গড়ল ভারত। সবার প্রথম টি-২০ ম্যাচ জয়ের সেঞ্চুরি করেছে ভারতের প্রতিবেশী পাকিস্তান। এখন একটু ডুব দেওয়া যাক স্মৃতিতে। মনে আছে ভারতের প্রথম টি-২০ ম্যাচের কথা? মনে আছে, কোথায়, কার বিরুদ্ধে খেলেছিলে ভারত? কী হয়েছিল ম্যাচের ফল? এই প্রতিবেদনে ফিরে দেখা সেই দিনের কথা। ভারত প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল ২০০৬ সালে। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম টি-২০ ম্যাচটা ৬ উইকেটে জিতেছিল ভারত। ম্যাচের সেরা কে হয়েছিলেন? কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক (Dinesh Kartik) ছিলেন সেই ম্যাচের হিরো। ম্যাচ খেলেছিলেন সচিনও (Sachin Tendulkar)। সেটাই তাঁর কেরিয়ারের একমাত্র টি-২০ আন্তর্জাতিক ম্যাচ।

২০০৬ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ততদিনে ক্রিকেট মানচিত্রে ঢুকে পড়েছে মারকাটারি ক্রিকেট টি-২০। দুই বোর্ডের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও একদিনের ম্যাচের মাঝে প্রথম টি-২০ খেলবে ভারত। কারণ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাতেই ছিল প্রথম টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তারই প্রস্তুতি হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে জোবার্গে প্রথম টি-২০ ম্যাচ খেলে ভারত। সেদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। দলে ছিলেন সচিন, দীনেশ মোঙ্গিয়া, ধোনি, কার্তিক, রায়না, ইরফান, হরভজন, জাহির, আগারকর ও শ্রীসন্থ।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্মেস স্মিথ। ২০ ওভারে মাত্র ১২৬ রান করেছিল প্রোটিয়ারা। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত বোলিং করেছিলেন জাহির খান ও অজিত আগারকর। দুজনেই ২টি করে উইকেট নেওয়ার পাশাপাশি খুব কম রান খরচ করেছিলেন। উইকেট পেয়েছিলেন সচিন, হরভজন ও শ্রীসন্থ।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক শেহওয়াগ। মাত্র ১০ রান ছিল সচিনের স্কোর কার্ডে। ৪৫ বলে ৩৮ রান করেছিলেন দীনেশ মোঙ্গিয়া। ভারতীয় টি-২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ধোনি কিন্তু প্রথম ম্যাচে খাতাই খুলতে পারেননি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও চাপে পড়ে গিয়েছিল ভারত। দলকে সমস্যা থেকে বের করে ম্যাচ জিতিয়েছিলেন দীনেশ কার্তিক। ২৮ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেছিলেন কার্তিক। এক বল বাকি থাকতে সেদিন ম্যাচ জিতেছিল ভারত। তারপর সরাসরি নেমে পড়া প্রথম টি-২০ বিশ্বকাপের মঞ্চে। আর সেটাতেও চ্যাম্পিয়ন ধোনির টিম ইন্ডিয়া।

আরও পড়ুন : India vs West Indies: বায়ো-বাবল ভেঙে টিম থেকে সরলেন কোন ২ তারকা?