IND VS AUS: সামি নেই, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফল বলে দিলেন পন্টিং!
Border-Gavaskar Trophy: বিশেষ করে সিনিয়রদের। তার উপর পেস বোলিং আক্রমণে নেই মহম্মদ সামি। এমন পরিস্থিতিতে ভারতের জয়ের হ্যাটট্রিক কঠিন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মনে করেন, সামি না থাকায় ভারতীয় টিমে ব্যাপক প্রভাব পড়বে।
পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। ২২ নভেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া বহু প্রতিক্ষীত সিরিজ। গত দু-বারই অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ বার হ্যাটট্রিকের প্রত্যাশা। পরিস্থিতি অবশ্য ভারতের বিপক্ষে। ঘরের মাঠে সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে হার। ব্যাটারদের পারফরম্যান্স স্ক্যানারে। বিশেষ করে সিনিয়রদের। তার উপর পেস বোলিং আক্রমণে নেই মহম্মদ সামি। এমন পরিস্থিতিতে ভারতের জয়ের হ্যাটট্রিক কঠিন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মনে করেন, সামি না থাকায় ভারতীয় টিমে ব্যাপক প্রভাব পড়বে। সিরিজের ভবিষ্যদ্বাণীও করেছেন।
প্রথম বার ঘরের মাঠে দুইয়ের অধিক টেস্ট ম্যাচের সিরিজে ক্লিনসুইপ হয়েছে ভারত। ২ ম্যাচের সিরিজেও মাত্র একবারই ক্লিনসুইপ হয়েছিল। স্বাভাবিক ভাবেই ভারতীয় দলের আত্মবিশ্বাস তলানিতে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, এই সিরিজে মহম্মদ সামির না থাকাটা ভারতীয় শিবিরে বড় প্রভাব ফেলবে এবং অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জিতবে।
আইসিসি রিভিউতে রিকি পন্টিং বলেন, ‘আপাতত বলতে পারি, অস্ট্রেলিয়াই এই সিরিজে এগিয়ে। সামির না থাকা ভারতীয় বোলিংয়ে বড় গ্যাপ তৈরি করেছে। গত কয়েক মাস ধরেই সামিকে পাওয়া না-পাওয়া ছিল জল্পনা। এখন সেটা নিশ্চিত। টেস্টে প্রতিপক্ষর ২০ উইকেট নেওয়া খুব জরুরি। এটাই ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ব্যাটাররা ভালো পারফর্ম করবে, এটুকু প্রত্যাশা করা যায়। ভারত হয়তো একটা টেস্ট জিতবে। সিরিজ ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়া জিতবে।’