IND A VS AUS A: এমসিজি-তে মহড়ায় লোকেশ রাহুল, টিভিতে দেখা যাবে ম্যাচ
Border-Gavaskar Trophy: পরিবর্তে লোকেশ রাহুল ওপেন করতে পারেন। এ-দলের ম্যাচে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থাকছে। ভারত ও অস্ট্রেলিয়া এ দলের প্রথম ম্যাচটি ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাপে দেখা গিয়েছিল। দ্বিতীয় ম্যাচটি টেলিভিশনেও সম্প্রচার হবে।
বর্ডার-গাভাসকর ট্রফি শুরু ২২ নভেম্বর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপের পরই লোকেশ রাহুল এবং ধ্রুব জুরেলকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় দল অস্ট্রেলিয়া যাবে ১০ নভেম্বর। কাল থেকে শুরু হতে চলা ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের ম্যাচে রাহুল ও জুরেলকে খেলানোর উদ্দেশেই পাঠানো হয়েছিল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাই হতে চলেছে। সম্ভবত, পারথ টেস্টের ওপেনিং কম্বিনেশনের মহড়াও। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ রোহিত শর্মাকে। পরিবর্তে লোকেশ রাহুল ওপেন করতে পারেন। এ-দলের ম্যাচে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থাকছে। ভারত ও অস্ট্রেলিয়া এ দলের প্রথম ম্যাচটি ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাপে দেখা গিয়েছিল। দ্বিতীয় ম্যাচটি টেলিভিশনেও সম্প্রচার হবে।
অস্ট্রেলিয়া টিমও ওপেনার নিয়ে সমস্যায় রয়েছে। উসমান খোয়াজার সঙ্গী কে হবেন, তা নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার এ দলের ক্যাপ্টেন নাথান ম্যাকসোয়েনি সহ চার জন দৌড়ে রয়েছেন। ক্যামেরন ব্যানক্রফ্ট, মার্কাস হ্যারিস এবং ১৯-এর তরুণ স্যাম কন্টাস। বেশ কিছুদিন আগে থেকে স্যাম কন্টাসকে ওপেন করানোর পক্ষে ছিলেন অজি কিংবদন্তিরাও। অনভিজ্ঞ কন্টাসকে সরাসরি বর্ডার-গাভাসকর ট্রফিতে নামিয়ে দেওয়ার পক্ষে-বিপক্ষে নানা মতও পাওয়া গিয়েছে। প্রথম ম্যাচে এ দলের ক্যাপ্টেন ম্যাকসোয়েনির পারফরম্যান্সের পর তাঁরই পাল্লা ভারী।
𝐆𝐞𝐭 𝐒𝐞𝐭. 𝐈𝐭’𝐬 𝐆𝐚𝐦𝐞 𝐓𝐢𝐦𝐞! 🏏
The rivalry ignites! Australia A vs India A, get ready for an action-packed showdown 🤩
Get ready for the #ToughestRivalry | #AUSA vs #INDA, LIVE, NOV 7, 5 AM on SS1 & SS1 HD pic.twitter.com/4Zi8KztjRI
— Star Sports (@StarSportsIndia) November 6, 2024
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুল ওপেন করতে পারেন অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে। এই দু-জনই ভারতের বর্ডার-গাভাসকর ট্রফি স্কোয়াডে রয়েছেন। এ-দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ব্য়াটিং অর্ডারে নীচে নামতে পারেন। ঈশান কিষাণ খেললেও কিপিং করার সম্ভাবনা ধ্রুব জুরেলেরই। পারথ টেস্টের কথা ভেবেই এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ সরফরাজ খান। পারথ টেস্টে রোহিত না খেললে ওপেনিংয়ে লোকেশ রাহুল এবং মিডল অর্ডারে সরফরাজের জায়গায় ধ্রুব জুরেলকেও দেখা যেতে পারে।
ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ, বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৫ টা থেকে স্টার স্পোর্টসে সরাসরি