MS Dhoni-Donald Trump: ‘থালা ফর আ রিজন’, ট্রাম্পের জয়ে মহেন্দ্র সিং ধোনির কৃতিত্ব!
US President Election 2024: তিনবার আইসিসি টুর্নামেন্ট জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আন্তর্জাতিক ক্রিকেটকে বহু আগেই বিদায় জানিয়েছেন ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন। আর ধোনির জার্সি নম্বর নিয়ে ফ্যানরা অনেক সময়ই মজায় মেতে ওঠেন।
মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ। দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই ট্রেন্ডিংয়ে মহেন্দ্র সিং ধোনি! ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হতেই ‘কৃতিত্ব’ দেওয়া হচ্ছে এমএস ধোনিকেও। থালা ফর আ রিজন, এই মন্তব্য ক্রিকেট প্রেমীদের অজানা নয়। ভারত অধিনায়ক হিসেবে তিনবার আইসিসি টুর্নামেন্ট জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আন্তর্জাতিক ক্রিকেটকে বহু আগেই বিদায় জানিয়েছেন ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন। আর ধোনির জার্সি নম্বর নিয়ে ফ্যানরা অনেক সময়ই মজায় মেতে ওঠেন। এ বার তো ট্রাম্পের জয়ের কৃতিত্বও দিচ্ছেন!
MS Dhoni playing golf with Donald Trump.
এই খবরটিও পড়ুন
– The craze for Dhoni is huge. pic.twitter.com/fyxCo3lhAQ
— Johns. (@CricCrazyJohns) September 8, 2023
ডোনাল্ড ট্রাম্প জিততেই সাত নম্বর ফের চর্চায়। ট্রাম্পের ক্রিকেট প্রেম অজানা নয়। ভারত সফরে এসে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি প্রসঙ্গও তুলেছিলেন ট্রাম্প। আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন হওয়ার পর অনেক ক্রিকেটারই গলফে মজে থাকেন। কপিল দেব শুরু করে এমএস ধোনি। তাঁরাও গলফে মজেন। তেমনই আমেরিকায় হয়েছিল।
With immense support from Dhoni, Trump has won #USAElections . Credit goes to #thala for this victory 🙌#MSDhoni #Trump2024#USAElection2024 pic.twitter.com/wGAVDbiI9R
— Gumnaam (@not_so_soberr) November 6, 2024
গত বছর যুক্তরাষ্ট্র ওপেনের সময় মার্কিন মুলুকে গিয়েছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম আইকন মহেন্দ্র সিং ধোনি। সে সময় ট্রাম্পের সঙ্গে গলফ কোর্টে নেমেছিলেন ধোনি। তখন ট্রাম্প এবং ধোনি ছবিও তুলেছিলেন। ট্রাম্প জিততেই সেই ছবি ভাইরাল। সঙ্গে তাঁর জয়ের কৃতিত্ব সাত নম্বর জার্সির ধোনিকে। সবটাই অবশ্য মজার ছলে।
Thala is a visionary guy. He knows Trump will again become President of the USA in future. So, he started playing golf with him to improve IND relations with the USA.🫡 Thala for a reason.🇮🇳🤝🇺🇸 #USElection2024 #electionday2024 #Trump #MSDhoni https://t.co/ofkxPXBC1f
— Ashish Jayant 🐦 (@CoderbyChance) November 6, 2024
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বন্যা। থালা ফর আ রিজন দিয়ে সেই ছবি পোস্ট করছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সঙ্গে সেই আইকনিক ছবি। যেখানে এক ফ্রেমে ডোনাল্ড ট্রাম্প ও মহেন্দ্র সিং ধোনি। সাত নম্বর জার্সির ধোনিই যেন গুডলাক এনেছিলেন ট্রাম্পের জন্য!
After the guidance of Thala Dhoni, Trump’s life hasn’t been the same. pic.twitter.com/huDQ8JRRkW
— Silly Point (@FarziCricketer) November 6, 2024