Rinku Singh: ব্যাটিংয়ে ১ বল সুযোগ, রাজার ক্যাচ নিয়েই চুমু খেলেন রিঙ্কু সিং
IND vs ZIM, 3rd T20: হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T20) ম্যাচে রিঙ্কু সিংয়ের ব্যাটিং অর্ডারে প্রোমোশন হল। কিন্তু মাত্র ১ বল খেলার সুযোগ পেলেন। করলেন ১* রান। কিন্তু সেখানেই রিঙ্কু ম্যাজিক শেষ হয়নি। কারণ, জিম্বাবোয়ের ইনিংস তখনও বাকি ছিল। আর মাঠে রিঙ্কু থাকা মানেই জান লড়িয়ে দেওয়া ফিল্ডিং দেখা যায়।

কলকাতা: অল্প ক’টা বল খেলতে হবে, তা জেনেও রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মেজাজ মাঠে নামলে একই থাকে। তিনি জানেন ম্যাচ ফিনিশ করার দায়িত্ব থাকে তাঁর কাঁধে। ফলে বল ছাড়া নয়, প্রথম থেকেই মারমুখী মেজাজে খেলেন তিনি। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T20) ম্যাচে তাঁর ব্যাটিং অর্ডারে প্রোমোশন হল। কিন্তু মাত্র ১ বল খেলার সুযোগ পেলেন। করলেন ১* রান। কিন্তু সেখানেই রিঙ্কু ম্যাজিক শেষ হয়নি। কারণ, জিম্বাবোয়ের ইনিংস তখনও বাকি ছিল। আর মাঠে রিঙ্কু থাকা মানেই জান লড়িয়ে দেওয়া ফিল্ডিং দেখা যায়। হারারেতে জিম্বাবোয়ের ক্যাপ্টেনের ক্যাচ নিলেন রিঙ্কু সিং। যা ছিল দেখার মতো।
ডিপ স্কোয়ার লেগে বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে ছিলেন রিঙ্কু সিং। বাউন্ডারির উদ্দেশ্যে পাঠানো সিকান্দার রাজার বল তালুবন্দি করতে কোনও ভুল করেননি আলিগড়ের ছেলে। ক্যাচ নেওয়ার পর রিঙ্কু বলটিতে চুমু খান। টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি ভালো মতোই জানেন, ওই উইকেটের গুরুত্ব কতখানি। তাই এ ভাবেই রাজার ক্যাচ নিয়ে সেলিব্রেট করলেন রিঙ্কু। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলটি ডট দেন ওয়াশিংটন সুন্দর। ওভারের দ্বিতীয় বলেই উইকেট। ১৬ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন সিকান্দার রাজা।
জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা প্রথমে ভারতের ইনিংস চলাকালীন ২টি উইকেট নিয়েছিলেন। এরপর করেন ১৫ রান। দলকে টানার চেষ্টা করলেও বাকিদের থেকে সেই অর্থে সাহায্য পাননি। টিমের ফিল্ডাররা একাধিক ক্যাচ মিস করার ফলে ভারতের ইনিংস চলাকালীন বার বার হতাশা ফুটে উঠছিল রাজার মুখে। এ বার দেখার শেষ অবধি সিরিজের তৃতীয় ম্যাচ জিতে জিম্বাবোয়ে এগিয়ে যেতে পারে কিনা।





