কলকাতা: রিঙ্কু সিং (Rinku Singh), তাঁর নামের পাশে এ বার থেকে লেখা থাকবে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন। দীর্ঘদিন নাইটদের প্রহরী হিসেবে রয়েছেন আলিগড়ের ছেলে। ক্রিকেট মহলে অনেকেই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) টিমে থাকার যোগ্য তিনি, এমন কথাও শোনা গিয়েছে বার বার। তিনি অবশ্য ভারতের টি-২০ বিশ্বকাপ টিমে সুযোগ পাননি। রয়েছেন রিজার্ভ প্লেয়ারের তালিকায়। তাই ভারতের মাটিতে নাইটদের জার্সিতে আইপিএল জেতার পর রিঙ্কু সিং পাড়ি দিয়েছেন নিউ ইয়র্কে।
মনে একরাশ খুশি নিয়ে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন রিঙ্কু সিং। ভারতের মাটিতে আইপিএল জেতার পরই রিঙ্কু জানিয়ে দিয়েছিলেন, এ বার তিনি বিশ্বকাপ হাতে তুলতে চান। নিউ ইয়র্ক পৌঁছেই সেখান থেকে ২টি ছবি আপাতত ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রিঙ্কু সিং। যার একটিতে দেখা যায় ঝলমলে আকাশ। সম্ভবত সেই ছবিটি রিঙ্কু টিম হোটেলের জানালা থেকে তুলেছেন। আর অপর ছবিতে দেখা যায় রিঙ্কু সিং নিউ ইয়র্ক ভ্রমণে বেরিয়ে পড়েছেন।
রিঙ্কু কি একা একা নিউ ইয়র্কে ঘুরছেন? তা অবশ্য নয়। নাইট তারকার ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যায়, ভারতীয় স্পিনার কুলদীপ যাদব এবং দেশের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে রয়েছেন রিঙ্কু সিং। তা দেখে বোঝাই যায় রিঙ্কুর ভ্রমণসঙ্গী হয়েছেন কুলদীপ ও জাডেজা।
টি-২০ বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের খেলার সুযোগ আসবে কিনা, তা সময়ই বলবে। কিন্তু ভারত বিশ্বকাপ জিতলে আলিগড়ের ছেলে যে খুশিতে আত্মহারা হবেন, তা বোঝাই যায়। যখন তিনি তারকা হননি, সেই সময় নাইট টিমের সম্পদ ছিলেন। এখন রিঙ্কু তারকা। কিন্তু আজও মাটির মানুষ তিনি। বেশ মিশুকে। এবং সারাক্ষণ তাঁর মুখে হাসি লেগেই থাকে।