কলকাতা: সপ্তাহের প্রথম দিন এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলে হলুদ আর্মির বিরুদ্ধে নাইটদের ম্যাচ। তার প্রায় ২৪ ঘণ্টা আগে হঠাৎ করেই চেন্নাই সুপার কিংসের (CSK) ড্রেসিংরুমে ঢুকে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। যেখানে নাইটদের পোস্টার বয়ের জন্য অপেক্ষা করছিল এক বড় সারপ্রাইজ। জানেন তা কী? কিছু আন্দাজ করতে পারছেন কি? আলিগড়ের নবাব ইয়েলোব্রিগেডের ড্রেসিংরুমে ঠিক কী করছিলেন? একঝাঁক প্রশ্নের উত্তর জানতে পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।
কেকেআরের ম্যাচ থাকলেই গ্যালারিতে রিঙ্কু সিংয়ের একঝাঁক সমর্থক ঠিক পাওয়া যায়। এ বারের আইপিএলে ঠিক এই ছবি দেখা যাচ্ছে। সোমবার রাতে যে চিপকে হলুদ জার্সির ঢল বয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মাঝেও কোনও কোনও জায়গায় উঁকি দিতে পারে বেগুনি জার্সি। যাঁরা হয়তো রিঙ্কু সিংয়ের জন্য গলা ফাটাতে পারেন। এ তো গেল ম্যাচের সম্ভবনার কথা। এ বার ফেরা যাক রিঙ্কু হঠাৎ কেন হাজির হলেন সিএসকের ড্রেসিংরুমে?
প্রতিপক্ষর কৌশল জানতে গিয়েছিলেন কি রিঙ্কু সিং? না না তা ঠিক নয়। আসলে আলিগড়ের ছেলে রিঙ্কু সিং সিএসকের ড্রেসিংরুমে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করতে। মাহির সঙ্গে নিজের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন রিঙ্কু সিং। সেই ছবির ক্যাপশনে রিঙ্কু দুটি ইমোজি দিয়েছেন। একটি সিংহের মুখ এবং একটি হলুদ হৃদয়।
নাইট তারকার ওই পোস্টে চেন্নাই সুপার কিংসের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে, ‘Fini-Singhs of India! 🔥’ বেশ মজার কানেকশন রয়েছে এই কমেন্টে। কারণ মহেন্দ্র সিং ধোনি ও রিঙ্কু সিং দু’জনের পদবিতে রয়েছে সিং। আর তাঁরা দু’জনই ফিনিশার হিসেবে বেশ জনপ্রিয়। মাত্র এক ঘণ্টার মধ্যে রিঙ্কু সিংয়ের ওই ইন্সটাগ্রাম পোস্টে প্রায় ১ লক্ষ ৫৫ হাজার লাইক পড়েছে। এবং প্রচুর কমেন্টও পড়েছে।
এ বারের আইপিএলে জয়ের হ্যাটট্রিক করেছে কেকেআর। আর জোড়া জয়ের পর আইপিএলে পরপর দুই ম্যাচ হেরেছে সিএসকে। এ বার তাই ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবেদের লক্ষ্য ঘরের মাঠে আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের হারিয়ে ২ পয়েন্ট তুলে নিয়ে জয়ে ফেরা।