Rishabh Pant: বিস্ফোরণ চাই, কাড়াকাড়ি হবেই; নিলামে দর আকাশ ছোবে ঋষভ পন্থের

Nov 07, 2024 | 2:46 PM

IPL 2025 Mega Auction: ভারতের একঝাঁক তারকা ক্রিকেটার এ বারের নিলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। যেখানে তালিকায় শুরুর দিকে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলরা রয়েছেন। এ বার দেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, আইপিএলের মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হতে চলেছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ

Rishabh Pant: বিস্ফোরণ চাই, কাড়াকাড়ি হবেই; নিলামে দর আকাশ ছোবে ঋষভ পন্থের
Rishabh Pant: বিস্ফোরণ চাই, কাড়াকাড়ি হবেই; নিলামে দর আকাশ ছোবে ঋষভ পন্থের
Image Credit source: X

Follow Us

কলকাতা: সৌদি আরবের শহর জেদ্দায় এ বার উঠবে আইপিএলের ঝড়। সম্প্রতি বোর্ডের পক্ষ থেকে এ বছরের মেগা নিলামের দিনক্ষণ ও ভেনু প্রকাশ করা হয়েছে। ২৪ ও ২৫ নভেম্বর হবে দেশ-বিদেশের ১৫৭৮ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা। ভারতের একঝাঁক তারকা ক্রিকেটার এ বারের নিলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। যেখানে তালিকায় শুরুর দিকে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলরা রয়েছেন। এ বার দেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, আইপিএলের মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হতে চলেছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁকে নিয়ে কাড়াকাড়ি হবেই। আর নিলামে তাঁর দর ছোবে আকাশ। পন্থকে নিয়ে এত আশার সুর কোন প্রাক্তনীর গলায়?

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন, জেদ্দায় হতে চলা মেগা নিলামে ঝড় তুলবেন ঋষভ পন্থ। নিডের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘বড় বিষয় হতে চলেছে যাঁরা নিজেদের ২ কোটির ব্রাকেট লিস্টে রেখেছে। অনেক ভারতীয় ক্রিকেটার এই তালিকায় রয়েছে। যার মধ্যে লোকেশ রাহুল ও ঋষভ পন্থও রয়েছে। আমার মনে হয় ঋষভ পন্থ আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার হতে পারে। ওর দর ২৫-২৬ কোটি উঠতে পারে।’

ঋষভকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো ফ্র্যাঞ্চাইজিরা। এমনটাই মনে করছেন আকাশ। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে তিনটে দল ওকে ফোকাস করছে। পঞ্জাব কিংসের ১১০ কোটি টাকা রয়েছে। আরসিবির রয়েছে ৮৩ কোটি টাকা। আমার মনে হয় এই দুটো দল নিলামে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে।’

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ছিলেন ঋষভ পন্থ। দীর্ঘদিন ওই টিমের সদস্য ছিলেন। এ বার পঁচিশের আইপিএলে অন্য দলের জার্সিতে দেখা যাবে পন্থকে।

 

Next Article