Shreyas Iyer: রঞ্জিতে শ্রেয়সের ব্যাটে ধামাকা, ২৪ বাউন্ডারি, ৯ ছক্কায় হাঁকালেন দুরন্ত ডাবল সেঞ্চুরি

Nov 07, 2024 | 1:05 PM

মুম্বইয়ের শেষ ম্যাচে চোটের কারণে খেলেননি শ্রেয়স আইয়ার। ওড়িশা ম্যাচে ফিরেছেন। আগ্রাসী মেজাজে তাঁকে সেখানে ব্যাট করতে দেখা গিয়েছে। প্রথম দিন শতরান করেছিলেন। দ্বিতীয় দিন দ্বিশতরান পূরণ করেন। এটি শ্রেয়সের কেরিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।

Shreyas Iyer: রঞ্জিতে শ্রেয়সের ব্যাটে ধামাকা, ২৪ বাউন্ডারি, ৯ ছক্কায় হাঁকালেন দুরন্ত ডাবল সেঞ্চুরি
Shreyas Iyer: রঞ্জিতে শ্রেয়সের ব্যাটে ধামাকা, ২৪ বাউন্ডারি, ৯ ছক্কায় হাঁকালেন দুরন্ত ডাবল সেঞ্চুরি
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: এ মাসেই আইপিএলের মেগা নিলামে উঠবেন শ্রেয়স আইয়ার। ১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন টিম কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন তিনি। ক্রিকেট মহলের খবর মেগা নিলামে নিজের দর ‘বুঝতে’ চান শ্রেয়স। যে কারণে কেকেআর ছেড়েছেন তিনি। দীর্ঘদিন ভারতের হয়ে লাল-বলের ক্রিকেটে খেলা হয়নি শ্রেয়সের। এ মাসেই যে বর্ডার-গাভাসকর ট্রফি খেলবে টিম ইন্ডিয়া, তার জন্য ভারতের যে স্কোয়াড, তাতে নেই শ্রেয়স। তাঁর লক্ষ্য ভারতের টেস্ট টিমে ফেরা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে মুম্বইয়ের জার্সিতে রঞ্জি ট্রফিতে। মুম্বইয়ের শেষ ম্যাচে চোটের কারণে খেলেননি তিনি। ওড়িশা ম্যাচে ফিরেছেন। আগ্রাসী মেজাজে তাঁকে সেখানে ব্যাট করতে দেখা গিয়েছে। প্রথম দিন শতরান করেছিলেন। দ্বিতীয় দিন দ্বিশতরান পূরণ করেন। এটি শ্রেয়সের কেরিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।

২০১ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন শ্রেয়স। এই দ্বিশতরানের পথে তাঁর ব্যাটে এসেছে ২০টি চার ও ৮টি ছয়। এর আগে মহারাষ্ট্রের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শ্রেয়স। ৭৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ৬২০০-র বেশি রান। গড় ৫০। রয়েছে ১৫টি শতরান। ৩৩টি অর্ধশতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে এই পরিসংখ্যান বেশ নজরকাড়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামের আগে শ্রেয়সের এই ডাবল সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট মহলে আরও একবার তাঁকে লাইমলাইটে এনে দিল।

ওড়িশার বিরুদ্ধে শ্রেয়স আইয়ার ছাড়া উজ্জ্বল দেখিয়েছে ওপেনার অঙ্গকৃশ রঘুবংশীকে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তরুণ ক্রিকেটার। মুম্বই ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে শূন্যে আউট হন। এ ছাড়া সিদ্ধেশ লাডও ভালো ছন্দে ছিলেন। দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতিতে যখন যায় মুম্বই টিম, সেই সময় তিনি ৩৩৫ বলে ১৬৮ নট আউট ছিলেন। তাঁর ব্যাটেও দ্বিশতরান আসে কিনা সেটাই দেখার অপেক্ষা।

Next Article