Rishabh Pant: ভিডিয়ো: ভরা মাঠে কুলদীপের হেলমেট নিয়ে টানাটানি পন্থের, তারপর…
Watch Video: শুভমন গিলদের ইনিংস শুরু হতেই ঋষভ পন্থকে ফের স্বমহিমায় দেখা যায়। ম্যাচ চলাকালীন ভরা মাঠে কুলদীপ যাদবের হেলমেট নিয়ে টানাটানি করতে দেখা গেল তাঁকে। তারপর কী হল? সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
কলকাতা: ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) বরাবর খোশমেজাজে থাকেন। ২২ গজ হোক বা মাঠের বাইরে, তাঁকে সতীর্থদের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে এবং জুনিয়রদের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। বর্তমানে দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) ইন্ডিয়া-বি টিমের হয়ে খেলছেন পন্থ। তাঁর লক্ষ্য ভালো পারফর্ম করে ভারতের টেস্ট টিমে ফেরা। প্রথম ইনিংসে অবশ্য ঋষভের ব্যাট চলেনি। ১০ বলে ৭ রান করে হতাশই করেছেন তিনি। কিন্তু শুভমন গিলদের ইনিংস শুরু হতেই পন্থ ফের স্বমহিমায়। ম্যাচ চলাকালীন ভরা মাঠে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) হেলমেট নিয়ে টানাটানি করতে দেখা গেল তাঁকে। তারপর কী হল? সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ঋষভ পন্থ যখন কুলদীপ যাদবের হেলমেট টেনেছিলেন, সেই সময় ঠিক কী ঘটেছিল? নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই সময় ৫৫.২ ওভার চলছিল। শিবম দুবে আউট হতে মাঠে প্রবেশ করেন কুলদীপ। সেই তখনই কুলদীপের সামনে গিয়ে ইন্ডিয়া-বি টিমের উইকেটকিপার ব্যাটার পন্থ তাঁর হেলমেট ধরে হাসির ছলে টানতে থাকেন। এরপর দেখা যায় কুলদীপের পিঠে খোঁচা দিতে থাকেন পন্থ। অবশ্য সেই সময় দু’জনই হাসছিলেন। এরপর একে অপরের কাঁধে হাত রেখেও এগোতে দেখা যায়। ফলে বোঝাই যায়, তাঁদের মধ্যে হাসি-মজাই চলছিল। জাতীয় দলে একসঙ্গে খেলার পাশাপাশি তাঁরা আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিমেও একসঙ্গে খেলেন। সেই সুবাদে তাঁদের বন্ডিংও আলাদা। কুলদীপ প্রথম ইনিংসে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১৪ বলে ১ রান করে আউট হন তিনি।
Rishabh Pant doing fun with Kuldeep Yadav. 😂❤️
DC bloods 🩵 pic.twitter.com/D7CDSH2Rdq
— PantMP4. (@indianspirit070) September 7, 2024
ইন্ডিয়া এ-টিমের প্রথম ইনিংসের ৬২ ওভারের মাথায় বেঙ্গালুরুতে লাঞ্চ বিরতি হয়েছে। আপাতত শুভমনের দল ইন্ডিয়া-বি টিমের থেকে ১১৩ রানে পিছিয়ে রয়েছে। লাঞ্চ বিরতিতে ইন্ডিয়া-এ টিমের স্কোর ৭ উইকেটে ২০৮। মুশির খানের ১৮১ রানের সুবাদে প্রথম ইনিংসে ইন্ডিয়া-বি টিম তোলে ৩২১ রান। এ বার দেখার প্রথম ইনিংসে শুভমনের দল কত রানে থামে।