Rishabh Pant: ভিডিয়ো: মাঠেই ধুন্ধুমার ঋষভ-লিটনের, তেড়ে ফুঁড়ে পন্থ বললেন, ‘আমাকে মারছ কেন?’

Sep 19, 2024 | 4:20 PM

India vs Bangladesh, Watch Video: চিপকে ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিন ঠিক কী ঘটেছিল লিটন দাস ও ঋষভ পন্থের? তাঁদের পুরো কথোপকথন ধরা দিয়েছে স্টাম্প মাইকে।

Rishabh Pant: ভিডিয়ো: মাঠেই ধুন্ধুমার ঋষভ-লিটনের, তেড়ে ফুঁড়ে পন্থ বললেন, আমাকে মারছ কেন?
Rishabh Pant: ভিডিয়ো: মাঠেই ধুন্ধুমার ঋষভ-লিটনের, তেড়ে ফুঁড়ে পন্থ বললেন, 'আমাকে মারছ কেন?'
Image Credit source: X

Follow Us

কলকাতা: ঋষভ পন্থ (Rishabh Pant) ইজ ব্যাক! এমনটা বলাই যায়। হ্যাঁ ৬৩২ দিন পর টেস্টে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন হল না ঠিকই। কিন্তু তাঁকে টেস্টে সেই পুরনো ছন্দে দেখা গিয়েছে। যতক্ষণ ক্রিজে ছিলেন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন তিনি। টেস্টে পন্থ কামব্যাক ম্যাচে ৫২ বলে ৩৯ রান করার পথে মেরেছেন ৬টি চার। চিপকে তাঁর ব্যাটে আজ ছয় দেখা যায়নি। তবে তাঁকে মাঠে মেজাজ হারাতে দেখা গিয়েছে দুই বার। প্রথম বার লিটন দাসের সঙ্গে হয় তাঁর উত্তপ্ত বাক্য বিনিময়। আর দ্বিতীয় বার তিনি মেজাজ হারান, যখন হাসান মাহমুদকে উইকেট দিয়ে বসেন। লিটনের সঙ্গে তাঁর ঝামেলা লেগে যাওয়ার ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

চিপকে ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিন ঠিক কী ঘটেছিল লিটন দাস ও ঋষভ পন্থের? তাঁদের পুরো কথোপকথন ধরা দিয়েছে স্টাম্প মাইকে। যেখানে ভারতের প্রথম ইনিংসের ১৫তম ওভারে পন্থ ও যশস্বী প্রথমে রান নেবেন ভাবেন। কিন্তু কেউই দৌড়াননি। এরপর লিটন দাস বল থ্রো করতেই পন্থের প্যাডে লেগে তা দূরে চলে যায়। আর তখনই তিনি দৌড়ে সিঙ্গল নিয়ে নেন। তা দেখে ক্ষুদ্ধ হন লিটন। এরপর পন্থ তাঁকে প্রশ্ন করেন, ‘আমাকে কেন মারছ? ওকে বল দাও।’ লিটন বলেন, ‘উইকেটের সামনে আছো, আমি তো মারব।’ সঙ্গে সঙ্গে পন্থ বলেন, ‘তা হলে আমিও তো দৌড়াব, রান নেব।’

এই খবরটিও পড়ুন

ঋষভ-লিটনের কথা কাটাকাটির সময় ভারতীয় উইকেটকিপার ব্যাটার পন্থ ১৭ বলে ১৪ রানে ব্যাটিং করছিলেন। আর ভারতের তরুণ ওপেনার যশস্বী সেই সময় ছিলেন ৪৪ বলে ২৭ রানে। সেখান থেকে এই জুটি চতুর্থ উইকেটে ৯৯ বলে ৬২ রান স্কোরবোর্ডে তোলেন। পন্থের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ক্যাচ নেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

Next Article