Rishabh Pant: নীরজ চোপড়া সোনা জিতলেই যে কাজ করবেন ঋষভ পন্থ… দিলেন বড় প্রতিশ্রুতি

Aug 07, 2024 | 8:28 PM

Neeraj Chopra: টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন পানিপতের ছেলে নীরজ চোপড়া। তারপর থেকে তাঁর জনপ্রিয়তা বেড়েছে। দেশবাসী ধরে নিয়েছেন বৃহস্পতিবার (৮ অগস্ট) নীরজের হাত ধরে ভারতে আসবে সোনা।

Rishabh Pant: নীরজ চোপড়া সোনা জিতলেই যে কাজ করবেন ঋষভ পন্থ... দিলেন বড় প্রতিশ্রুতি
Rishabh Pant: নীরজ চোপড়া সোনা জিতলেই যে কাজ করবেন ঋষভ পন্থ... দিলেন বড় প্রতিশ্রুতি
Image Credit source: X

Follow Us

কলকাতা: প্যারিস অলিম্পিক থেকে ভারত বিনেশ ফোগাটের হাত ধরে প্রথম সোনার স্বপ্ন দেখছিল। কিন্তু অলিম্পিক থেকে তিনি বাতিল হওয়ায়, দেশবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। আগামিকাল প্যারিস গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল। ওই ইভেন্টে নীরজ চোপড়ার হাত ধরে সোনার পদকের স্বপ্ন বুঁদ ভারতবাসী। এই মুহূর্তে কলম্বোয় রয়েছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। সেখানে তিনি ব্যস্ত ওডিআই সিরিজে। প্যারিসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালের আগে ঋষভ পন্থ এক প্রতিশ্রুতি দিয়েছেন। নীরজ চোপড়া (Neeraj Chopra) সোনা জিতলে তিনি একটি বড় কাজ করবেন। কী সেই কাজ?

সোশ্যাল মিডিয়া সাইট X এ ঋষভ পন্থ লিখেছেন, ‘যদি নীরজ চোপড়া আগামিকাল সোনার পদক জেতে, তা হলে আমি লাকি উইনারকে ১,০০,০৮৯ টাকা দেব। যে এই টুইটে সবচেয়ে বেশি লাইক ও কমেন্ট করবে, সে জিতবে এই পুরস্কার। এ ছাড়া আরও ১০ জনকে আমি বিমানের টিকিট দেব। আমার ভাইকে ভারত ও বিশ্বের অন্য প্রান্ত থেকে সমর্থন জানানোর এটাই সুযোগ।’

ঋষভ পন্থের ওই X বার্তাতে সকলে প্রচুর সাড়া দিয়েছেন। ইতিমধ্যেই ওই X বার্তাটি ৩.২ মিলিয়ন ব্যক্তি দেখেছেন। লাইক, কমেন্ট ও রিটুইটের বন্যা বয়ে চলেছে। ভারতীয় উইকেটকিপার ব্যাটারের X বার্তার কমেন্ট সেকশনে অন্যান্যরাও লিখেছেন, নীরজ চোপড়া সোনা জিতলে তাঁরাও বিশেষ উপহার দেবেন লাকি উইনারদের। আগামিকাল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য বড় দিন। সকলের নজর থাকবে টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার দিকে। প্যারিসে কি তিনি পারবেন সোনা ধরে রাখতে?

Next Article