Rishabh Pant: ধোনিকে চ্যালেঞ্জ, চিপকে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট রেকর্ড ঋষভ পন্থের

Sep 21, 2024 | 1:24 PM

India vs Bangladesh: ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। চিপক টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৩৯ রান করেছিলেন। এ বার দ্বিতীয় ইনিংসে হাঁকালেন চোখ ধাঁধানো সেঞ্চুরি।

Rishabh Pant: ধোনিকে চ্যালেঞ্জ, চিপকে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট রেকর্ড ঋষভ পন্থের
Rishabh Pant: ধোনিকে চ্যালেঞ্জ, চিপকে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট রেকর্ড ঋষভ পন্থের
Image Credit source: X

Follow Us

কলকাতা: ঋষভ পন্থ ইজ ব্যাক! চিপক টেস্টে তরুণ উইকেটকিপার ব্যাটারের সেঞ্চুরি দেখে এ কথাই বলতে হচ্ছে। সেই সঙ্গে পন্থ স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এক রেকর্ড।  বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ১২৪ বলে তিন অঙ্কের রানে পৌঁছান ঋষভ। চিপকের গ্য়ালারি মুহূর্তে পন্থ (Rishabh Pant) বন্দনায় মেতে ওঠে।

মহেন্দ্র সিং ধোনির কোন রেকর্ডে ভাগ বসালেন ঋষভ পন্থ? ভারতীয় ক্রিকেটে মাহির যোগ্য উত্তরসূরি ধরা হয় ঋষভকে। তা প্রমাণ করার কোনও কসুর ছাড়ছেন না রুরকির ছেলে। উইকেটকিপার হিসেবে টেস্টে ৬টা সেঞ্চুরি করেছেন ধোনি। ১৪৪ ইনিংস খেলে। আর ঋষভ পন্থ তাঁর থেকে অনেক কম ইনিংস খেলে টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি করলেন। টেস্টে ৫৮টি ইনিংসে উইকেটকিপার হিসেবে পন্থ ৬টি সেঞ্চুরি করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঋদ্ধিমান সাহা। তিনি ৫৪টি টেস্ট ইনিংসে ৩টি শতরান করেছেন।

৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। চিপক টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৩৯ রান করেছিলেন। এ বার দ্বিতীয় ইনিংসে হাঁকালেন চোখ ধাঁধানো সেঞ্চুরি। তিনি ভারতের দ্বিতীয় ইনিংসের ৫৫তম ওভারে শতরান পূর্ণ করেন। তাঁর সেঞ্চুরি হতেই বাউন্ডারি লাইনের সামনে থাকা বিরাট কোহলি হাততালি দিতে থাকেন। জিওসিনেমার শেয়ার করা ভিডিয়োতেও তা দেখা গিয়েছে।

কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করার পথে ঋষভের ব্যাটে এসেছে ১১টি চার ও ৪টি ছয়। বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বরে যে শেষ টেস্ট খেলেছিলেন পন্থ, সেখানেও তিনি সেঞ্চুরি করেছিলেন। এ বার ফের টেস্ট ক্রিকেটের কামব্যাক ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করলেন। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি পন্থ। ১২৮ বলে ১০৯ রানে থামেন তিনি। মেহেদি হাসান মিরাজ কট অ্যান্ড বোল্ড করেন পন্থকে।

Next Article