কলকাতা: আইপিএলের আসন্ন মেগা নিলামে (IPL Mega Auction) ঋষভ পন্থের (Rishabh Pant) উপর ঝাঁপাবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। বিগত কয়েকদিন ধরে একথা বারে বারে শোনা গিয়েছে। সত্যিই কি পন্থকে নেবে সিএসকে? এই মুহূর্তে ফ্রি প্লেয়ার ঋষভ। দিল্লি ক্যাপিটালস তাঁকে রিটেন করেনি। যার ফলে তিনি উঠতে চলেছেন জেদ্দায় হতে চলা মেগা নিলামে। সেখানে তাঁর উপর কোটি কোটি টাকার বৃষ্টি হতে পারে বলে মনে করছেন দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও। এ বার প্রশ্ন হচ্ছে চেন্নাই কি পন্থকে নেওয়ার জন্য লড়াই করবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে? সিএসকে সিইও কাশী বিশ্বনাথন এ বার তা নিয়ে পরিষ্কার জানিয়েছেন।
ঋষভ পন্থ ও মহেন্দ্র সিং ধোনির বন্ডিং সকলের জানা। যে কারণে যখন আইপিএল রিটেনশন তালিকায় দিল্লি রাখেনি পন্থকে, তারপর থেকে সকলে বলাবলি শুরু করেছেন পঁচিশের আইপিএলে হলুদ জার্সিতেই তা হলে হয়তো দেখা যাবে ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে। এ বার সিএসকে সিইওর কাছে এ নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল।
নিলামে ঋষভ পন্থের বেস প্রাইস ২ কোটি টাকা। কিন্তু তাঁকে নিয়ে একাধিক দল যে আগ্রহ দেখাবে, তা বলার অপেক্ষা রাখে না। যে কারণে সিএসকে তাঁকে কিনতে পারবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন কাশী। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ঋষভ পন্থকে আমরা নিলাম থেকে নিতে আগ্রহী। কিন্তু আমাদের হাতে খুব বেশি টাকা থাকবে না। পন্থকে নিয়ে যে বিরাট দর উঠবে, সেটার সঙ্গে আমরা হয়তো শেষ অবধি পাল্লা দিতে পারব না।’
৫৫ কোটি টাকা নিয়ে নিলামের লড়াইয়ে নামবে চেন্নাই। সিএসকে সিইও কাশীর এ কথা থেকে পরিষ্কার, নিলামে চেন্নাই পন্থের জন্য ঝাঁপাবে। কিন্তু দরে পেরে না উঠলে পিছিয়ে আসবে।