‘এক্সট্রিমলি আনফেয়ার…,’ ডোনার সামনেই সৌরভকে বকেছিলেন ঋতুপর্ণ ঘোষ! কী করেছিলেন মহারাজ?
Sourav Ganguly-Rituparno Ghosh: সৌরভও অপেক্ষায় ছিলেন জবাব দেওয়ার। লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়েছিলেন। যা ক্রিকেট বিশ্বের কাছে আইকনিক মুহূর্ত। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কেও কেউ বকতে পারেন? হ্যাঁ, এমন ব্যক্তিত্ব ঋতুপর্ণ ঘোষ।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বকা! এ যেন কল্পনার বাইরে। ক্রিকেট মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগ্রাসন সারা বিশ্ব জানে। এর সবচেয়ে বড় উদাহরণ লর্ডসের ব্যালকনি। বাকিগুলো না হয় বাদই দেওয়া যাক। সৌরভকে চোখ রাঙালে তাঁর পাল্টা নেওয়ার জন্য যে তৈরি থাকতে হবে, বলার অপেক্ষা রাখে না। মুম্বইতে ভারতকে হারিয়ে মাঠেই জার্সি খুলে দৌড়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। সৌরভও অপেক্ষায় ছিলেন জবাব দেওয়ার। লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়েছিলেন। যা ক্রিকেট বিশ্বের কাছে আইকনিক মুহূর্ত। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কেও কেউ বকতে পারেন? হ্যাঁ, এমন ব্যক্তিত্ব ঋতুপর্ণ ঘোষ। প্রয়াত ঋতুপর্ণ ঘোষ এক অনুষ্ঠানে সৌরভকে বকেছিলেন।
এই ঘটনা অবশ্য বহু আগের। স্টার জলসায় একটি অনুষ্ঠানে ঋতুপর্ণ ঘোষের অতিথি হিসেবে এসেছিলেন ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং নাচের দুনিয়ায় জনপ্রিয় তথা সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সেখানেই সঞ্চালক হিসেবে থাকা ঋতুপর্ণ ঘোষ সৌরভকে প্রশ্ন করেন, ‘তোর নাচ ভালো লাগে?’ সৌরভ গঙ্গোপাধ্যায় মুখের উপর বলেন, ‘ধূর। কোনওদিনই যাইনি প্রোগ্রাম দেখতে।’ তাতেই অবাক এবং বেশ রেগে যান ঋতুপর্ণ ঘোষ। সৌরভকে বলেন, ‘কেন? এক্সট্রিমলি আনফেয়ার…। আর তুই এক্সপেক্ট করিস তোর খেলাগুলো ও দেখবে…।’ সৌরভ জবাবে বলেন, ‘নাহ, এক্সপেক্ট করি না।’ ঋতুপর্ণ ঘোষ জোর গলায় বলেন, ‘অবশ্যই করিস।’
ডোনা গঙ্গোপাধ্য়ায়কেও নানা প্রশ্ন করেন। সৌরভকে নাচের এই প্রশ্নের পরই ডোনাকে তাঁর বেড়ে ওঠা সম্পর্কে বলতে বলেন ঋতুপর্ণ ঘোষ। প্রথমে উত্তর দেন সৌরভই। বলেন, ‘ডোনা হকি খেলত’। ডোনা বলেন, ‘আমি হকি খেলতাম। স্কুল থেকেই শেখাতো। খুব বেশি খেলাধুলো করতাম না। একটু হকি, সুইমিং। নাচ-গান নিয়েই বেশি বড় হয়েছি।’ নাচ শেখার আগ্রহটা কবে থেকে বাড়ল? ডোনাকে করা প্রশ্নে সৌরভ মজা করে বলেন, ‘যখন দেখল, হকিতে আর কিছু হবে না।’
ডোনা যোগ করেন, ‘ছোটবেলাতেই মা আমাকে অমলাশঙ্করের কাছে দিয়েছিল। তখন খুব একটা ইন্টারেস্ট ছিল না। মা পাঠাতো, যেতাম। আসলে কিছু করতে হবে, এই ভাবনাটাই ছিল না। নাচের ক্লাসে যেতাম, দীপালিদির কাছে গান শিখতে যেতাম।’ সৌরভ বলেন, ‘এটা আমি জানতাম। আমার বাড়ির কাছেই দীপালিদির কাছে গান শিখতে যেত। সন্ধেবেলা হলেই গান শোনা যেত। তখন অবশ্য হিন্দি গান নয়, ক্লাসিক্যাল গান শোনা যেত।’
সত্যিই কি সৌরভের খেলা দেখেননি ডোনা? সৌরভ নিজেই জানান, ‘আগে কোনওদিন যেত না। সানার পাল্লায় পড়ে নাইট রাইডার্সে খেলা দেখতে এসেছিল। আমি এই যে এত বাইরে বাইরে খেলতে যেতাম। দেখতে যায়নি। লর্ডসেই আমাকে খেলতে দেখেনি।’ সঙ্গে সঙ্গে ‘প্রতিবাদ’ করে ওঠেন ডোনা। বলেন, ‘আমি লর্ডসে খেলা দেখেছি।’ সৌরভ জানান- ওই একটা ওয়ান ডে দেখেছিল। লর্ডসে তিন চারটে টেস্ট খেলেছি, একটাও দেখতে যায়নি!
