কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাতে বার্বাডোজে এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনাল। বিশ্বকাপ ট্রফি জয়ের শেষ লড়াইয়ে মুখোমুখি রোহিত শর্মার ভারত (India) ও এইডেন মার্কব়্যামের দক্ষিণ আফ্রিকা (South Africa)। কেনসিংটন ওভালে ‘প্রোটিয়া বধ’ করাই এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য। আর এই মিশনের জন্য ইতিমধ্যেই গায়ানা ছেড়ে বার্বাডোজে পৌঁছে গিয়েছে রোহিত ব্রিগেড।
গায়ানাতে ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত। বার্বাডোজের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খুব অল্পই সময় পাবে ভারতীয় টিম। এ বারের টি-২০ বিশ্বকাপে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছেন বিরাট-রোহিতরা। সুপার এইটে ভারতের সূচি এমনই ছিল, যার ফলে বার বার এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার ধকল সহ্য করতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। ফলে ফাইনালের আগে ভারতের এই সফর হয়তো ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।
সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা যায় ভারতীয় টিম বিশ্বকাপ ফাইনালের জন্য বার্বাডোজে পৌঁছে গিয়েছে। এবং এক এক করে ভারতীয় ক্রিকেটাররা টিম বাসে ওঠেন। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের পর আর ভারতীয় টিম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারেনি। বিশ্বকাপ ট্রফির অনেক কাছে পৌঁছেও, সেই স্বপ্নপূরণ হয়নি। এ বার সেই বিশ্বকাপ ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত ব্রিগেড।
#WATCH | Indian cricket team arrived in Barbados ahead of their T20 World Cup Final match against South Africa on 29 June pic.twitter.com/6QTaiu9aVT
— ANI (@ANI) June 28, 2024