কলকাতা: বন্দুকের নিশানা নিখুঁত হলে যা হয়, ঠিক সেটাই দেখা যেতে পারে বিশ্বকাপ ফাইনালে। শনি-রাতে (ভারতীয় সময় অনুযায়ী) এ বারের টি-২০ বিশ্বকাপ ফাইনালে নামবে টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষ এইডেন মার্কব়্যামের দক্ষিণ আফ্রিকা। দু’টো দলেরই চলছে আইসিসি ট্রফির খরা। ভারত ২০১৩ সালে শেষ বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আর দক্ষিণ আফ্রিকা শেষ বার ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এ বার বার্বাডোজে বাজিমাত করবেন যাঁরা, চ্যাম্পিয়ন হবেন তাঁরা। এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালে নামার আগে প্রোটিয়াদের হুঁশিয়ারি দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ঠিক কী বলেছেন তিনি?
গায়ানায় ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর রোহিত শর্মা বলেছিলেন, ‘আমরা দল হিসেবে খুবই শান্ত। আমরা জানি ফাইনাল খেলতে চলেছি। কিন্তু আমাদের প্রয়োজন শান্ত এবং সংযত থাকা। বিশ্বকাপ ফাইনাল মানে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমাদের ভালো ক্রিকেট তুলে ধরতে হবে।’ ফাইনালের মঞ্চে ভারতীয় দল কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই কথা বলেছেন খোদ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ভারতীয় স্পিনারদের বিশেষ প্রশংসা করেছেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘দলের স্পিনাররা কিন্তু বন্দুকের মতো।’
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় স্পিরানদের বন্দুকের মতো নিশানা দেখা গিয়েছে। অক্ষর প্যাটেল যেমন জনি বেয়ারস্টোকে বোল্ড করেছিলেন। তিনি উইকেট টু উইকেট বল করতে পারেন। তেমনই হঠাৎ বলের গতি বাড়িয়ে দিতে পারেন। মোদ্দা কথা ভারতীয় স্পিনাররা পরিস্থিতি, পরিবেশ অনুযায়ী প্রয়োজনে স্লো বোলিং করতে পারেন, আবার স্পিড বাড়িয়েও দিতে পারেন।
𝙄𝙣𝙩𝙤 𝙏𝙝𝙚 𝙁𝙞𝙣𝙖𝙡𝙨! 🙌 🙌#TeamIndia absolutely dominant in the Semi-Final to beat England! 👏 👏
It’s India vs South Africa in the summit clash!
All The Best Team India! 👍 👍#T20WorldCup | #INDvENG pic.twitter.com/yNhB1TgTHq
— BCCI (@BCCI) June 27, 2024