India vs England 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা কিন্তু ২-১ জিতেছি: রোহিত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 04, 2021 | 4:32 PM

সাদা বলের ক্রিকেটে ভারতের নতুন ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে রোহিতকেই। সে সব নিয়ে অবশ্য মাথা ঘামাতে রাজি নন তিনি। আপাতত আইপিএলেই (IPL) চোখ রেখেছেন। যাতে টিমকে প্লে-অফে নিয়ে যেতে পারেন।

India vs England 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা কিন্তু ২-১ জিতেছি: রোহিত
India vs England 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা কিন্তু ২-১ জিতেছি: রোহিত (ছবি-টুইটার)

Follow Us

নয়াদিল্লি: ইংল্যান্ড (England) সফরে দারুণ ফর্মে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। একটা সেঞ্চুরি ও দুটো হাফসেঞ্চুরি সহ মোট ৩৬৮ রান করেছিলেন মুম্বইয়ের ওপেনার। জো রুটের (Joe Root) টিমের বিরুদ্ধে ২-১ এগিয়ে ছিল ভারত। কিন্তু কোভিডের কারণে শেষ পর্যন্ত ওই সিরিজের শেষ টেস্ট ম্যাচ বাতিল হয়ে যায়। আগামী বছর কোনও এক সময়ে ভারত-ইংল্যান্ড (India vs England) একটা টেস্ট খেলবে।

রোহিত কিন্তু বলেই দিচ্ছেন, ওই সিরিজে ভারত ২-১ জিতেছে। রোহিতের কথায়, ‘আমার নজরে কিন্তু ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ জিতেছে। শেষ টেস্টটা কী ভাবে হবে, তা এখনও জানি না। যদি খেলা হয়, তা হলে কি এক টেস্টের সিরিজ হিসেবে দেখা হবে কিনা, তা পরিষ্কার নয়। আর সেই কারণেই বলছি, সিরিজটা আমরা জিতেছি।’

লাল বলের ক্রিকেটে ভারতীয় টিমের ক্যাপ্টেন থাকবেন বিরাট কোহলিই। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর তিনি ছোট ফর্ম্যাটে আর অধিনায়কত্ব করবেন না, বলেই দিয়েছেন। ওয়ান ডে থেকেও সরানো হতে পারে তাঁকে। আর তাই সাদা বলের ক্রিকেটে ভারতের নতুন ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে রোহিতকেই। সে সব নিয়ে অবশ্য মাথা ঘামাতে রাজি নন তিনি। আপাতত আইপিএলেই (IPL) চোখ রেখেছেন। যাতে টিমকে প্লে-অফে নিয়ে যেতে পারেন।

ইংল্যান্ড সফরে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ছিলেন রোহিত। যা নিয়ে তিনি বলছেন, ‘ইংল্যান্ড সফরটা আমার ভালো গিয়েছে। তবে সেরা বলতে পারব না। বরং বলব, টেস্ট ক্রিকেটে আমার সেরাটা এখনও আসেনি।’

দুই টিম মিলিয়ে ওই সিরিজে সবচেয়ে বেশি রান করেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুট। তাঁর ৫৬৪ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে ৩৬৮ রান করেছেন রোহিত। যা নিয়ে রোহিত অকপট, ‘ওই সফরে ব্যাট হাতে যে ভাবে মেলে ধরতে পেরেছিলাম, তাতে আমি খুশি। এ বার সামনে তাকাতে হবে। যাতে টেস্ট ক্রিকেটেও সাফল্য পেতে পারি।’

একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার ‘ইমপসিবল ইজ নাথিং’ নামের একটি ক্যাম্পেনে রোহিতও অংশ নিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন হকি টিমের অধিনায়ক মনপ্রীত সিং, মীরাবাঈ চানু, সিমরনজিৎ কৌর, লভলিনা বর্গোহাঁইরা।

আরও পড়ুন: India vs England 2021: আইসিসির উচিত ভারতকে টেস্ট সিরিজ জিতিয়ে দেওয়া: লক্ষ্মণ

আরও পড়ুন: India Vs England: সামনের বছর জুলাইয়ে বাতিল টেস্ট খেলবেন কোহলি-রুটরা

Next Article