IPL 2021: আইপিএল যাত্রা শেষে আবেগঘন বার্তা মুম্বই অধিনায়ক রোহিত শর্মার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 10, 2021 | 5:44 PM

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এ বারের আইপিএল অভিযান শেষে এক আবেগঘন বার্তা দিয়েছেন হিটম্যান।

IPL 2021: আইপিএল যাত্রা শেষে আবেগঘন বার্তা মুম্বই অধিনায়ক রোহিত শর্মার
IPL 2021: আইপিএল যাত্রা শেষে আবেগঘন বার্তা মুম্বই অধিনায়ক রোহিত শর্মার

Follow Us

আবু ধাবি: আইপিএলে (IPL) ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এত বেশি বার কোনও দলই ট্রফি নিজেদের শিরিবে তুলতে পারেনি। তবে সেই চ্যাম্পিয়ন মুম্বইয়ের এ বারের আইপিএলের পারফরম্যান্স যেন একটা দুঃস্বপ্নের মতো। শেষ বেলায় জান প্রাণ দিয়ে লড়েও আইপিএলের প্লে অফে পৌঁছতে ব্যর্থ মুম্বই। কিন্তু মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁদের এ বারের ব্যর্থতা দিয়ে এতগুলো বছরের গৌরবকে ম্লান হতে দেওয়ার কথা বলছেন না। এ বারের আইপিএল অভিযান শেষে এক আবেগঘন বার্তা দিয়েছেন হিটম্যান।

টুইটারে রোহিত লেখেন, “এই মরশুমটায় অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। তবে এই ১৪টা ম্যাচ দিয়ে গত দুই-তিন মরশুমে এই দলটা যে অসাধারণ সাফল্য পেয়েছে, গৌরব অর্জন করেছে সেটাকে কোনভাবেই ম্লান করে দিতে পারে না। নীল ও সোনালি জার্সি পরে প্রত্যেক ক্রিকেটারই নিজেদের সবটা উজাড় করে দিয়েছে এবং দলকে গৌরবান্বিত করেছে। এটাই আমাদের একটা দল করে তোলে। আমরা একটা পরিবার। এমআই পল্টন।”

এ বারের আইপিএলে পয়েন্ট টেবলের ৫ নম্বরে থেকে শেষ করল রোহিতের মুম্বই। যদিও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতেছিল মুম্বই। ঈশান কিষাণ ও সূর্যকুমারের দাপটে সানরাইজার্স হায়দরাবাদকে ২৩৫ রানের টার্গেট দিয়েছিল মুম্বই। ৪২ রানে ম্যাচ জিতলেও নেট রানরেটের কারণে কেকেআরকে টপকাতে পারেনি মুম্বই। তবে ওই ম্যাচে বড় প্রাপ্তি ঈশান কিষাণের ৩২ বলে ৮৪ রান ও সূর্যকুমার যাদবের ৪০ বলে ৮২ রান।

রোহিতের আইপিএলের পর্ব শেষ। এ বার টি-২০ বিশ্বকাপে হিটম্যানের জ্বলে ওঠার অপেক্ষা। মুম্বইয়ের আইপিএল অভিযান শেষ হলেও এক নতুন অভিযানই এ বার রোহিতের লক্ষ্য হতে চলেছে।

আরও পড়ুন: IPL 2021: আইপিএলে ভাইরাল হওয়া ছবির কোলাজ

আরও পড়ুন: IPL 2021: হারের হ্যাটট্রিক ভুলে আজ ফাইনালের লক্ষ্যে ধোনিবাহিনী

আরও পড়ুন: IPL 2021: কাপ আর ঠোঁটের ব্যবধান ঘোচানোই লক্ষ্য দিল্লির

Next Article