IPL 2021: হারের হ্যাটট্রিক ভুলে আজ ফাইনালের লক্ষ্যে ধোনিবাহিনী
এই আইপিএলটাই হয়তো শেষ আইপিএল (IPL) হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। তাই স্মরণীয় করে রাখতে খেতাব জিততে চান মাহি।
দুবাই: প্লে অফ (Play Off) আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। প্রথম দুইও কনফার্ম হয়ে গিয়েছিল অনেক আগে। তবে আজ রাতের ম্যাচটা হালকা ভাবে দেখলে মুশকিলে পড়বে চেন্নাই (Chennai Super Kings)। সেটা ভালোই জানেন ধোনিরা। ৩ বছর পর আবার কাপ জয়ের হাতছানি চেন্নাইয়ের সামনে। তবে তার আগে পেরোতে হবে দিল্লি (Delhi Capitals) বাধা।
এই আইপিএলটাই হয়তো শেষ আইপিএল (IPL) হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। তাই স্মরণীয় করে রাখতে খেতাব জিততে চান মাহি। লিগের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছিল। তারপর আরও দুটো ম্যাচে হারের মুখ দেখেন ধোনিরা। হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়াতে দিল্লি ম্যাচকেই আপাতত টার্গেট সিএসকে টিম ম্যানেজমেন্টের। দিল্লির অশ্বমেধের ঘোড়া থামাতে ভরসা ধোনির মাস্টারস্ট্রোকই। চেন্নাইকে তিন বার আইপিএল জিতিয়েছেন। চতুর্থ বার জিতে মুম্বইয়ের সঙ্গে ব্যবধান কমানোই লক্ষ্য। আজ রাতের ম্যাচ জিতলে সোজা ফাইনালের টিকিট। মাঝে চার দিনের লম্বা ছুটিও। সেই সঙ্গে প্রতিপক্ষদের মেপে নেওয়ার সুযোগটাও থাকছে। তাই পন্থ, শ্রেয়সদের উড়িয়ে সোজা ফাইনালে যাওয়াই পাখির চোখ ধোনিবাহিনীর।
দুরন্ত ফর্মে চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কমলা টুপির দৌড়ে তিনি এখন চার নম্বরে। আগে রয়েছে ধাওয়ান, ডুপ্লেসি আর লোকেশ রাহুল। তাঁদের টপকে যেতে হলে বড় রান চাই। শেষ দুটো ম্যাচে রান না পেলেও প্রথম কোয়ালিফায়ারে রানে ফিরতে মরিয়া ঋতুরাজ। সঙ্গে ডুপ্লেসি, মইন আলি, রায়াডু, রায়নারা তো আছেনই। চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা অনেক বেশি। দিল্লির ধারাল বোলিং লাইনআপের বিরুদ্ধে সতর্কও থাকছে সিএসকে শিবির।
দিল্লির ব্যাটিংয়ে ধাওয়ান, পন্থ, শ্রেয়সরা থাকলেও চাহার, শার্দূল, হ্যাজেলউড, ব্র্যাভো, জাডেজারা তৈরি বিপক্ষের বোলিং আক্রমণকে টেক্কা দিতে। তারুণ্যে ভরা দিল্লি সবাইকে চমকে দিচ্ছে। অন্যদিকে সিএসকে শিবিরে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যাই বেশি। দিল্লি যতই ডেয়ারডেভিল হোক, সিএসকে-তে আছেন ক্যাপ্টেন কুল। যার মাস্টারমাইন্ড আজও বিশ্ব ক্রিকেটে যে কোনও ম্যাচের হিসেব পাল্টে দিতে পারে।
আরও পড়ুন: IPL 2021: ফিরতে পারেন রাসেল, নাইটদের ভাবনায় টিম কম্বিনেশন
আরও পড়ুন: IPL 2021: কাপ আর ঠোঁটের ব্যবধান ঘোচানোই লক্ষ্য দিল্লির