IPL 2021: কাপ আর ঠোঁটের ব্যবধান ঘোচানোই লক্ষ্য দিল্লির
লিগ টেবিলের মগডালে শেষ করলেও প্লে অফ (Play Off) একেবারে আলাদা। তা ভালোই জানে দিল্লি শিবির। গত বছর ফাইনালে পৌঁছেও কাপ অধরা থেকেছে। এ বার মরুশহর থেকে কাপ নিয়েই ফিরতে চায় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
দুবাই: লিগ টেবিলের মগডালে শেষ করলেও প্লে অফ (Play Off) একেবারে আলাদা। তা ভালোই জানে দিল্লি শিবির। গত বছর ফাইনালে পৌঁছেও কাপ অধরা থেকেছে। এ বার মরুশহর থেকে কাপ নিয়েই ফিরতে চায় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আইপিএলে (IPL) সাফল্য সে ভাবে ধরা দেয়নি রাজধানীকে। অতীতের সমস্ত খারাপ রেকর্ড ভেঙে দেওয়ার চ্যালেঞ্জ পন্থ, শ্রেয়সদের সামনে।
এই দিল্লি নতুন দিল্লি- এই ক্যাপশনেই উদ্বুদ্ধ গোটা দল। সত্যিই দিল্লির পারফরম্যান্স তাক লাগিয়ে দিচ্ছে। তরুণ ক্রিকেটাররা এই টিমের অস্ত্র। কোচ রিকি পন্টিং (Ricky Ponting) দলকে এক সুতোয় বেঁধেছেন। অধিনায়ক পন্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), পৃথ্বী শ (Prithvi Shaw), অক্ষর প্যাটেল (Axar Patel), আবেশ খান(Avesh Khan)- একঝাঁক তরুণ ক্রিকেটার দিল্লির দলে। বিদেশি এনরিখ নর্টজে, কাগিসো রাবাদা দুই প্রোটিয়া পেসার আগুনে পেসে ঘায়েল করছে প্রতিপক্ষকে।
দিল্লি শিবিরে আশার আলো, প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে দলে ফিরতে পারেন মার্কাস স্টোয়নিস। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন অজি অলরাউন্ডার। ম্যাচে প্রভাব না পড়লেও স্টোয়নিসের অভাব কেউ পূরণ করতে পারেননি। হেটমায়ার, স্মিথরাও খেলেছেন দিল্লির হয়ে। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৩ বিদেশিতেই খেলেন পন্থরা। স্টোয়নিস দলে ফিরলে দলের বোলিং শক্তি এবং ব্যাটিং গভীরতা দুটোই বাড়বে। তবে আবেশ খান, অক্ষর প্যাটেলরা যে ভাবে দিল্লির বোলিং শক্তির ধার বাড়িয়েছেন তাতে কাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে দিল্লিবাসী।
স্টোয়নিস দলে ফিরলে বাদ পড়তে পারেন রিপল প্যাটেল। হেটমায়ারকেও সরানোর ভাবনা রয়েছে থিঙ্ক ট্যাঙ্কের। এখনও সে ভাবে পরীক্ষিত হননি ক্যারিবিয়ান ব্যাটার। তবে অভিজ্ঞ স্মিথও দিল্লি শিবিরের ভাবনায় রয়েছে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস অনেক শক্তিশালী। লিগের শেষ ম্যাচে ধোনিদের হারালেও সতর্ক থাকছেন পন্থ, শ্রেয়সরা। গত বছর কাপ আর ঠোঁটের মাঝখানে ফারাক থেকে গিয়েছে। এ বছর সেই ব্যবধানটাই ঘোচাতে মরিয়া দিল্লি ক্যাপিটালস।