IPL 2021: ফিরতে পারেন রাসেল, নাইটদের ভাবনায় টিম কম্বিনেশন
দলগঠনেও অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে নাইট টিম ম্যানেজমেন্টকে। কোহলিদের হারাতে ব্যাটিং-বোলিং সব বিভাগেই নিজেদের ছাপিয়ে যেতে হবে নাইটদের। সেটা ভালোই জানেন মর্গ্যানরা।
দুবাই: নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সোশ্যাল পেজে একটা ছবি দেখে সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন। প্যাড পরে বোলিং করছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। এই ছবিটাই বলে দিচ্ছে, কালকের এলিমিনেটরের ম্যাচে দ্রে রাসকে পাওয়ার জোরালো সম্ভাবনা। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। এলিমিনেটরে তিনি দলে ফিরলে শক্তি অনেকটাই বাড়বে।
ব্যাট ও বল – Multitasker Dre ?@Russell12A #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/sSq0UqRa5B
— KolkataKnightRiders (@KKRiders) October 9, 2021
শুক্র রাত থেকেই সেলিব্রেশন মোডে চলে যায় কেকেআর (KKR)। তবে সেই মোডটা বেশিক্ষণের জন্য নয়। কারণ সোমবারের এলিমিনেটরের ম্যাচে সামনে বিরাট কোহলির আরসিবি (RCB)। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে কোহলিরা। দিল্লিকেও (Delhi Capitals) শেষ ম্যাচে হারিয়ে দেন ভরতরা। এলিমিনেটরে হারলে আর ফেরত আসার সুযোগ নেই। নাইটদের কাছে এখন সব ম্যাচই ডু অর ডাই। আর দুটো ল্যাপ পার করলেই মিলবে ফাইনালের টিকিট। শাহরুখের দল তাই সতর্ক হয়েই আরসিবি ম্যাচের ছক সাজাচ্ছে। রাসেল ফিরলে একরকম পরিকল্পনা। আর না ফিরলে, আরেক রকম। তবে নাইটদের ভরসা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররাই। ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, শুভমন গিলরা রানের মধ্যে রয়েছেন। আরসিবির বোলিং বিভাগ শক্তিশালী হলেও নাইটদের ব্যাটিং-বোলিং ভারসাম্যই দলের ইউএসপি।
গতকালও পুল সেশনে সময় কাটান মর্গ্যানরা। জলকেলির মাধ্যমে দলকে ফিট রাখার সবচেয়ে সহজ কৌশল। কোহলি, পাড়িক্কল, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েলের সঙ্গে এখন জুড়েছেন কেএস ভরত। আরসিবির টপ অর্ডার ভাঙতে ভিডিও ক্লাসে অনেকক্ষণ সময় কাটালেন ফার্গুসন, বরুণ, সাকিব, মাভিরা। এখন প্রশ্ন, রাসেল ফিরলে বসবেন কে? গত ম্যাচে দুরন্ত পারফর্ম করেছেন ফার্গুসন। সাকিব আসায় তিনিও নিজেকে প্রমাণ করেছেন। পারফরম্যান্সের ধারে কাছে নেই সুনীল নারিন। কিন্তু এই নারিন শাহরুখের দলের গোল্ডেন চার্ম। তাই দলগঠনেও অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে নাইট টিম ম্যানেজমেন্টকে। কোহলিদের হারাতে ব্যাটিং-বোলিং সব বিভাগেই নিজেদের ছাপিয়ে যেতে হবে নাইটদের। সেটা ভালোই জানেন মর্গ্যানরা। ক্যাপ্টেন কোহলিকে হারাতে তাই ক্যাপ্টেন মর্গ্যানের অল ফিল্ড স্ট্র্যাটেজিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন: IPL 2021: কাপ আর ঠোঁটের ব্যবধান ঘোচানোই লক্ষ্য দিল্লির
আরও পড়ুন: IPL 2021: পরের সপ্তাহ থেকেই বোলিং শুরু করতে পারবে হার্দিক: রোহিত