Rohit Sharma: বোর্ডের নয়া নিয়ম নিয়ে প্রশ্নে রেগে কাঁই রোহিত শর্মা, নির্বাচক প্রধানের পাশে বসেই বললেন….

Jan 18, 2025 | 5:30 PM

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার প্রেস কনফারেন্সে এসে মেজাজ হারালেন রোহিত শর্মা। ভারত অধিনায়ককে সেখানে প্রশ্ন করা হয়েছিল বোর্ডের নয়া ১০ নির্দেশিকা নিয়ে। রেগে কাঁই হয়ে তিনি কী বললেন?

Rohit Sharma: বোর্ডের নয়া নিয়ম নিয়ে প্রশ্নে রেগে কাঁই রোহিত শর্মা, নির্বাচক প্রধানের পাশে বসেই বললেন....
বোর্ডের নয়া নিয়ম নিয়ে প্রশ্নে রেগে কাঁই রোহিত শর্মা, বললেন...
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) স্কোয়াড ঘোষণার প্রেস কনফারেন্সে মেজাজ হারালেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়কের সামনে প্রশ্ন রাখা হয়েছিল বোর্ডের নয়া ১০ নির্দেশিকা নিয়ে। সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন আসতেই সঙ্গে সঙ্গে রোহিত জবাব দেন, ‘কে আপনাকে বলেছে এই নিয়ম নিয়ে? এর জন্য বোর্ড অফিসিয়াল বিবৃতি দিয়েছে? আগে সেটা আসুক। তারপর সেটা নিয়ে কথা বলব।’ অন্যদিকে নির্বাচক প্রধান অজিত আগরকর ভারত অধিনায়ককে পাশে নিয়েই পরিষ্কার জানান, নতুন নিয়ম কোনও মতেই ক্রিকেটারদের জন্য শাস্তি নয়।

বোর্ডের যে ১০ নয়া নির্দেশিকা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, সেখানে ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক বলা হয়েছে। স্ত্রী-বান্ধবীদের পুরো সফরে ক্রিকেটারদের সঙ্গে থাকা যাবে না বলা হয়েছে। ব্যক্তিগত সাপোর্ট স্টাফ, শেফ, হেয়ার স্টাইলিস্টদেরও নিয়ে সফর করা যাবে না বলা হয়েছে। এ ছাড়াও রয়েছে আরও নানা ফতোয়া। বোর্ডের ১০ পয়েন্টের এই নির্দেশিকা নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকর বলেন, ‘আমার মনে হয় প্রতিটা দলেই কিছু নিয়ম কানুন থাকে। আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা গত কয়েক মাসে দেখেছি, দলে কিছু বদল প্রয়োজন। টিমের বন্ডিং আরও ভালো হওয়া দরকার।’

অজির আগরকর সেখানেই থেমে থাকেননি। একইসঙ্গে তিনি বলেন, ‘এটা কোনও স্কুল নয়। আর তাই এটা কোনও শাস্তি নয়। আমাদের কিছু নিয়ম রয়েছে। আর জাতীয় দলের হয়ে খেললে সেই সকল নিয়ম মেনে চলতে হয়। ওরা স্কুলের বাচ্চা নয়। ওরা সুপারস্টার। সকলে জানে এই বিষয়গুলো কী ভাবে ম্যানেজ করতে হয়। দিনের শেষে দেশের হয়ে খেললে কিছু নিয়ম তো মানতেই হয়।’

এই খবরটিও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড — রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব। (*ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ব্যাক আপ বোলার হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে।)

Next Article