Karun Nair: ঘরোয়া ক্রিকেট কি লোক দেখানো? করুণ কাহিনি করুণ নায়ারের!
বিদর্ভর অধিনায়ক করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ছন্দে রয়েছেন। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে শিকে ছিঁড়ল না তাঁর।
কলকাতা: ঘরোয়া ক্রিকেটের কদর ঠিক কোথায়? চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াড ঘোষণা হওয়ার পর এই প্রশ্ন জোরাল হয়েছে। ভারতীয় ক্রিকেটে বার বার বলা হয়, ঘরোয়া ক্রিকেটে যিনি ফর্মে থাকবেন, তাঁকে কোনও সিরিজ বা টুর্নামেন্টের জন্য টিমে বাছার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আর সেখানে কিনা সত্যিই যখন ঘরোয়া ক্রিকেট থেকে হিরে বাছার সুযোগ এল, বোর্ড নজর ঘুরিয়ে ফেলল! এমনই বলা হচ্ছে ক্রিকেট মহলে। বিদর্ভর অধিনায়ক করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ছন্দে রয়েছেন। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে শিকে ছিঁড়ল না তাঁর। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৭৫২ রান করেছেন তিনি। করুণ নায়ার (Karun Nair) দারুণ ফর্মে রয়েছেন। ৭৫০-এর উপর গড় তাঁর। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় টিমে কামব্যাক হল না তাঁর। কারণ হিসেবে কী জানালেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মুম্বইয়ে প্রেস কনফারেন্স করেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। সেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এং ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ১৫ জনের টিম ঘোষণা করেছে বোর্ড। সেখানে ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ফর্মে থাকা করুণ নায়ারের প্রসঙ্গ ওঠে। তাঁকে নিয়ে অজিত আগরকর বলেন, ‘আমরা ওকে নিয়ে টিম মিটিংয়ে আলোচনাও করেছি। দারুণ পারফর্ম করছে। ৭০০-র বেশি গড় এখন ওর। তবে টিম এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাতে ওর দলে ফেরা কঠিন। দলে ভেবেচিন্তেই সকলকে নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও, সকলকে তো আর ১৫ জনের স্কোয়াডে নেওয়া যায় না। তবে এই ধরণের পারফরম্যান্স বরাবর নজর কাড়ে। যদি কোনও প্লেয়ারের ফর্ম খারাপ হয় বা কেউ চোট পায়, তখন অবশ্যই ওকে নিয়ে আলোচনা হবে।’
করুণ নায়ার বিদর্ভকে বিজয় হাজারে ট্রফির ফাইনালে তুলেছেন। এ বারের টুর্নামেন্টে ৭টি ইনিংসের মধ্যে ৫টিতে সেঞ্চুরি করেছেন, তাও কেন চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে সুযোগ পেলেন না, তা নিয়ে আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় টিমে করুণ নায়ার সুযোগ না পাওয়ায়। এই পরিস্থিতিতে বার বার এ নিয়ে আলোচনা হচ্ছে যে, ভারতীয় ক্রিকেটে যখন ঘরোয়া ক্রিকেটকে এক প্রকার বাধ্যতামূলক করা হচ্ছে, সেখানে ফর্মে থাকা প্লেয়ারকে দলে নেওয়ার কথা কেন ভাবছে না বোর্ড।
এই খবরটিও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড — রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব। (*ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ব্যাক আপ বোলার হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে।)