IND vs ENG, T20Is: ইডেনে মেগা শো, গম্ভীরের তুরুপের তাস হবেন তিন নাইট?
KKR: ক্রিকেটের নন্দনকাননে সিরিজের প্রথম ম্যাচের আগে কলকাতায় তিন দিনের শিবির করতে চলেছে ভারত। ইডেনের প্রতিটি কোণা ভালোভাবে জানেন গৌতম গম্ভীর। সেখানে মেগা শো-তে গম্ভীরের তুরুপের তাস কি হতে পারবেন তিন নাইট তারকা?
কলকাতা: এ বছর ইডেনে মেগা শো হতে চলেছে আর মাত্র কয়েকদিন পর। ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম টি-২০ ম্যাচ। তার আগে ভারতীয় টিমে খোলনলচে বদলে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। গৌতম গম্ভীরের কোচিং টিমে এসেছেন নতুন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। জস বাটলারের ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টি-২০ (T20) সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের অন্য ভাবনাও থাকছে। ক্রিকেটের নন্দনকাননে সিরিজের প্রথম ম্যাচের আগে কলকাতায় তিন দিনের শিবির করতে চলেছে ভারত। ইডেনের প্রতিটি কোণা ভালোভাবে জানেন গৌতম গম্ভীর। সেখানে মেগা শো-তে গম্ভীরের তুরুপের তাস কি হতে পারবেন তিন নাইট তারকা?
ইংলিশব্রিগেডের বিরুদ্ধে যে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া, সেই স্কোয়াডে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তিন ক্রিকেটার। এক, রিঙ্কু সিং। দুই, হর্ষিত রানা। তিন, বরুণ চক্রবর্তী। এই তিন কেকেআর তারকা ইডেন ম্যাচের একাদশে সুযোগ পেলে কেমন পারফর্ম করেন, সেদিকে বিশেষ নজর থাকবে। রিঙ্কু, বরুণ, হর্ষিতদের জন্য কেকেআর ঘরের মাঠ। নাইট জার্সিতে এই মাঠে তাঁরা ভালো পারফর্ম করেছেন।
আইপিএলের গত মরসুমে কেমন পারফর্ম করেছেন রিঙ্কু, বরুণ ও হর্ষিতরা?
এই খবরটিও পড়ুন
- গত আইপিএলে কেকেআরের জার্সিতে রিঙ্কু সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু তিনি যেহেতু কেকেআরের দীর্ঘদিনের অংশ এবং দলের সকলের ভরসার পাত্র হয়ে উঠেছেন, তাই তাঁকে রিটেন করে রেখেছে কেকেআর।
- ২০২৪ সালের আইপিএলে ১৫টি ম্যাচ খেলেছিলেন বরুণ। নিয়েছিলেন ২১টি উইকেট। দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা স্পিনাপ বরুণ চক্রবর্তী।
- গত আইপিএল মরসুমে ১২টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তরুণ পেসার হর্ষিত রানা। নিয়েছিলেন ১৯টি উইকেট। কেকেআরের জার্সিতে তিনি গত আইপিএলে ভালো খেলার পর জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর জন্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড – সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।