Jasprit Bumrah: চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বুমরা, ইংল্যান্ডের বিরুদ্ধে ফিটনেস টেস্ট!
ICC Champions Trophy India Squad: রাখা হয়েছে জসপ্রীত বুমরাকেও। তবে তাঁর ফিটনেস নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। দল ঘোষণার পর সে কথা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ফিটনেস টেস্ট দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আদায় করতে হবে জসপ্রীত বুমরাকে।
ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড আগেই ঘোষণা করেছিল ভারতীয় বোর্ড। এ দিন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডও ঘোষণা হল। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্যও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছেন মহম্মদ সামি। রাখা হয়েছে জসপ্রীত বুমরাকেও। তবে তাঁর ফিটনেস নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। দল ঘোষণার পর সে কথা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ফিটনেস টেস্ট দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আদায় করতে হবে জসপ্রীত বুমরাকে।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রাখা হয়নি জসপ্রীত বুমরাকে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই স্কোয়াড একই হলেও পার্থক্য একটি রয়েছে। হোম সিরিজে থাকছেন হর্ষিত রানা। জসপ্রীত বুমরার জায়গায় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে। তৃতীয় ওয়ান ডে-তে খেলতে পারেন জসপ্রীত বুমরা। সেই ম্যাচেই তাঁর ফিটনেস টেস্ট হবে। পাশ করলে চিন্তা মুক্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একান্তই পাওয়া না গেলে সে ক্ষেত্রে মহম্মদ সিরাজ, নীতীশ রেড্ডি, হর্ষিত রানার মধ্যে কাউকে নেওয়া হতে পারে।
এই খবরটিও পড়ুন
এখনও অবধি ভারতীয় শিবির প্রার্থনা করছে বুমরাকে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যায়। মহম্মদ সামি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টি-টোয়েন্টি দিয়ে। ওয়ান ডে-তেও খেলবেন। রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। সব কিছু ঠিক থাকলে এবং বুমরা-সামিকে একসঙ্গে পাওয়া গেলে আরও একটা আইসিসি ট্রফির স্বপ্ন দেখা যেতেই পারে। দল ঘোষণায় বুমরার নাম বলতেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, তাঁর খেলা নির্ভর করবে ফিটনেসের উপর। এর জন্য় ১২ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।