RR vs CSK, IPL 2022 Match 68 Result: পাঁচ উইকেটে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে প্লে অফে রাজস্থান
Rajasthan Royals vs Chennai Super Kings Live Score in Bangla: দেখুন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মুম্বই: আজ, শুক্রবার আইপিএল-১৫-র (IPL 2022) ৬৮তম ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। প্লে অফের ছবি পরিষ্কার করতে আজ রাজস্থান রয়্যালসকে তুলতে হত ১৫১ রান। ২ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে রাজস্থান। ফলে আজই জানতে পারা গেল ২৪ মে প্লে অফে গুজরাতের প্রতিপক্ষ কারা হল। লখনউ এ বারের আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করা দ্বিতীয় দল এবং তাদের ঝুলিতে ১৮ পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে থেকে রাজস্থান পৌঁছে গেল লিগ টেবলের ২ নম্বরে। মইন আলির ৯৩ রানও শেষ রক্ষা করতে পারেনি চেন্নাইয়ের। শেষ ম্যাচেও হার দিয়ে শেষ করল গত বারের চ্যাম্পিয়ন চেন্নাইরা।
Key Events
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। প্লে অফের ছবি পরিষ্কার করতে আজ রাজস্থান রয়্যালসকে তুলতে হত ১৫১ রান। ২ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে রাজস্থান।
চেন্নাইকে আজ ৫ উইকেটে হারিয়ে ২৪ মে ইডেনে হতে চলা প্লে অফে জায়গা পাকা করল সঞ্জুর রাজস্থান।
LIVE Cricket Score & Updates
-
পাঁচ উইকেটে জয়ী রাজস্থান
২ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল রাজস্থান। চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে লিগ টেবলের ২ নম্বরে উঠে গেল রাজস্থান।
-
হেটমায়ার আউট
শিমরন হেটমায়ারের উইকেট তুলে নিলেন প্রশান্ত সোলাঙ্কি। মাত্র ৬ রান করে মাঠ ছাড়লেন হেটমায়ার।
-
-
১৫ ওভারে রাজস্থানের স্কোর ১০৪/৪
- খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
- প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছে রাজস্থান।
-
যশস্বী আউট
যশস্বী জসওয়ালের উইকেট তুলে নিলেন প্রশান্ত সোলাঙ্কি। চতুর্থ উইকেট হারিয়ে ফেলল গোলাপি শহরের দল।
-
যশস্বীর হাফসেঞ্চুরি
চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন যশস্বী জসওয়াল।
-
-
দেবদত্ত আউট
মাত্র ৩ রান করে মইন আলির শিকার হলেন দেবদত্ত পাড়িক্কাল। তৃতীয় উইকেট হারাল পিঙ্ক আর্মি।
-
১০ ওভারে রাজস্থানের স্কোর ৭৩/২
খেলা বাকি শেষের ১০ ওভারের। শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে রাজস্থান।
-
সঞ্জুর উইকেট হারাল রাজস্থান
১৫ রান করে মাঠ ছাড়লেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। মিচেল স্যান্টনার তুলে নিলেন সঞ্জুর উইকেট।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে রাজস্থান।
- ক্রিজে সঞ্জু স্যামসন ও যশস্বী জসওয়াল।
-
৫ ওভারে রাজস্থানের স্কোর ৪৭/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- ১ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ৪৭ রান।
- ম্যাচ জিততে রাজস্থানের এখনও চাই ৯০ বলে ১০৪ রান।
-
বাটলার আউট
জস বাটলারের উইকেট তুলে নিলেন সিমরনজিৎ সিং। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন অরেঞ্জ ক্যাপের মালিক।
-
টার্গেট ১৫১, রান তাড়া করতে নামল রাজস্থান
টার্গেট ১৫১। রান তাড়া করতে নামল রাজস্থান রয়্যালসের জস বাটলার ও যশস্বী জসওয়াল।
-
১৫০ রানে থামল ধোনির চেন্নাই
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছে চেন্নাই সুপার কিংস। প্লে অফের ছবি পরিস্কার করতে আজ রাজস্থান রয়্যালসকে তুলতে হবে ১৫১ রান।
-
সেঞ্চুরি হাতছাড়া মইনের
সেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন মইন আলি। শেষ ওভারে ওবেদ ম্যাকয় তুলে নিলেন মইন আলির উইকেট। ৯৩ রান করে আউট মইন।
-
ধোনিকে ফেরালেন চাহাল
পঞ্চম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ২৬ রান করে মাঠ ছাড়লেন মাহি।
-
১৫ ওভারে চেন্নাইয়ের স্কোর ১১৭/৪
- ক্রিজে মইন আলি ও মহেন্দ্র সিং ধোনি।
- মইন ব্যাট করছেন ৭৮ রানে।
- ধোনি রয়েছেন ১৩ রানে।
- খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
-
রায়ডু আউট
অম্বাতি রায়ডুর উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ৩ রান করে মাঠ ছাড়লেন রায়ডু।
-
১০ ওভারে চেন্নাইয়ের স্কোর ৯৪/৩
- খেলা শেষ প্রথম ১০ ওভারের।
- এখনও অবধি ৩ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে সিএসকে।
- শেষের ১০ ওভারে কত রান তোলে সেদিকেই নজর রাখতে হবে।
-
নারায়ন জগদীশান আউট
তৃতীয় উইকেট হারাল চেন্নাই। নারায়ন জগদীশানের উইকেট তুলে নিলেন ওবেদ ম্যাকয়।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে সিএসকে।
-
মইনের হাফসেঞ্চুরি
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মইন আলি।
-
৫ ওভারে চেন্নাইয়ের স্কোর ৪৯/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুতেই ওপেনার ঋতুরাজের উইকেট হারিয়ে ফেলেছে চেন্নাই।
- প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে সিএসকে।
- ক্রিজে রয়েছেন মইন আলি ও ডেভন কনওয়ে।
-
ঋতুরাজ আউট
ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। ২ রান করে মাঠ ছাড়লেন সিএসকে ওপেনার ঋতু।
-
চেন্নাইয়ের ইনিংস শুরু
চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়।
-
সিএসকের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, নারায়ণ জগদীশান, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার) মইন আলি, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরি, মথিসা পাথিরানা।
Super XI for Today!?#RRvCSK #Yellove #WhistlePodu ?? pic.twitter.com/zZRA9Qa6rp
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2022
-
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ
দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা, ওবেড ম্যাকয়।
Welcome back, Hettie! ?#HallaBol – it’s game time! ?#RoyalsFamily | #RRvCSK | @Dream11 pic.twitter.com/hlnXtfPF9l
— Rajasthan Royals (@rajasthanroyals) May 20, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
-
সম্মান বাঁচানোর শেষ লড়াইয়ের জন্য তৈরি চেন্নাই শিবির
আজ রাজস্থানের কাছে প্লে অফে পৌঁছনোর লড়াই। তবে চেন্নাইয়ের কাছে সম্মান বাঁচানোর লড়াই।
For a Roar that will echo forward!??#RRvCSK #Yellove #WhistlePodu ?? pic.twitter.com/AC3JRbzf83
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2022
-
আর কিছুক্ষণ পর শুরু হবে রাজস্থান বনাম চেন্নাই ম্যাচ
আর কিছুক্ষণ পর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান ও চেন্নাই।
Hello from the Brabourne Stadium – CCI for Match No. 6⃣8⃣ of the #TATAIPL 2022. ?
The @IamSanjuSamson-led @rajasthanroyals take on @msdhoni's @ChennaiIPL. ? ? #RRvCSK
Which team will come out on top tonight? ? ? pic.twitter.com/n6XzZbzwoD
— IndianPremierLeague (@IPL) May 20, 2022
-
পয়েন্ট টেবলে দুই দল কোন জায়গায়
সঞ্জুর পিঙ্ক আর্মি এখনও অবধি ৮টিতে জিতেছে ও ৫টিতে হেরেছে। এবং লিগ টেবলের তিন নম্বরে রয়েছে রাজস্থান। চেন্নাই এ বার মাত্র ৪ ম্যাচে জিতেছে এবং ৯টি ম্যাচে হেরেছে। লিগ টেবলের ৯ নম্বরে রয়েছেন ধোনিরা।
-
এক নজরে হেড টু হেড
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২৬ বার মুখোমুখি হয়েছে রাজস্থান ও চেন্নাই। তার মধ্যে রাজস্থান জিতেছে ১১ বার ও চেন্নাই জিতেছে ১৫ বার।
Published On - May 20,2022 6:30 PM