IPL 2021: ডু অর ডাই ম্যাচে রাসেলকে নিয়ে সংশয়

নাইটদের সামনে চ্যালেঞ্জটা অনেক কঠিন। তার ওপর চিন্তা আন্দ্রে রাসেলের (Andre Russell) চোট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন দ্রে রাস।

IPL 2021: ডু অর ডাই ম্যাচে রাসেলকে নিয়ে সংশয়
নাইটদের ডু অর ডাই ম্যাচ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 9:19 AM

শারজা: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে ম্যাচটা হারতেই খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে কেকেআর (KKR)। যা পরিস্থিতি, তাতে বাকি ৪ ম্যাচই ডু অর ডাই মর্গ্যান, শুভমনদের কাছে। আজ দুপুরে নাইটদের সামনে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

চলতি আইপিএলে দুরন্ত ছন্দে দিল্লি। ঋষভ পন্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) মতো তারুণ্যে ভরা দিল্লি ক্যাপিটালস আরবের মাঠে চলতি আইপিএলে এখনও অপরাজিত। প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দিচ্ছেন পন্থ, আইয়ার, রাবাডারা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। প্লে অফ প্রায় পাকা। কেকেআরকে হারাতে পারলে তাও নিশ্চিত হয়ে যাবে।

নাইটদের সামনে চ্যালেঞ্জটা অনেক কঠিন। তার ওপর চিন্তা আন্দ্রে রাসেলের (Andre Russell) চোট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন দ্রে রাস। তার পর আর মাঠে ফিরে আসেননি। মঙ্গল দুপুরের ম্যাচে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে পাওয়া নিয়ে সংশয়। রাসেলকে না পাওয়া গেলে মর্গ্যানদের ভাবনায় বেন কাটিং।

১০ ম্যাচে কেকেআরের সংগ্রহ ৮ পয়েন্ট। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আইপিএলের বাকি দলগুলো। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে দিল্লির বিরুদ্ধে জিততেই হবে মর্গ্যানদের। ধোনিদের বিরুদ্ধে কেকেআরের বোলিং বিভাগ ডুবিয়েছে। একটা সময় ম্যাচে ফিরেও শেষের দিকে আচমকাই খেলা থেকে হারিয়ে যান মর্গ্যানরা। প্রতিপক্ষ দিল্লিতে বিগ হিটারের সংখ্যাও অনেক। ধাওয়ান, পৃথ্বী, শ্রেয়স, পন্থ সমৃদ্ধ শক্তিশালী ব্যাটিং লাইনআপ। বোলিং বিভাগে আছেন নর্টজে, রাবাডা, অক্ষর প্যাটেলরা। হারানোর কিছু নেই। এই মনোভাবকে সঙ্গী করেই এগিয়ে যেতে চায় শাহরুখের দল। দেওয়ালে পিঠ ঠেকে গেলেও আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুতেই ঘুরে দাঁড়িয়েছিল নাইটরা। সেই আত্মবিশ্বাসকে হাতিয়ার করেই ফের উঠে দাঁড়াতে চান ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, প্রসিধ কৃষ্ণরা।

আরও পড়ুন: IPL 2021 KKR vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ

আরও পড়ুন: Moeen Ali: টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মইন আলি