Sachin Tendulkar: ‘ঘুমর’ দেখে মুগ্ধ সচিন, স্বপ্নপূরণ হল সাইয়ামি খেরের
Watch Video: সদ্য বলিউড স্পোর্টস ড্রামা 'ঘুমর' (Ghoomer) রিলিজ করেছে। বক্স অফিসে সেই অর্থে সাফল্য না পেলেও 'ঘুমর' সিনেমার জন্য অভিষেক বচ্চনের পাশাপাশি বিরাট প্রশংসা পেয়েছেন সাইয়ামি খেরও। বিভিন্ন প্রাক্তন ও বর্তমান ভারতীয় ক্রিকেটারও এই সিনেমা দেখে আপ্লুত। এ বার স্ত্রী অঞ্জলিকে সঙ্গে নিয়ে 'ঘুমর' দেখলেন সচিন তেন্ডুলকর।
মুম্বই: ক্রিকেটের ঈশ্বর তাঁর প্রশংসা করছেন। এ কথা যেন বিশ্বাসই হচ্ছিল না বলিউড অভিনেত্রী সাইয়ামি খেরের। যে স্বপ্ন ছিল ছেলেবেলার, তা এ বার পূর্ণ হয়েছে সাইয়ামির। সদ্য বলিউড স্পোর্টস ড্রামা ‘ঘুমর’ (Ghoomer) রিলিজ করেছে। বক্স অফিসে সেই অর্থে সাফল্য না পেলেও ‘ঘুমর’ সিনেমার জন্য অভিষেক বচ্চনের পাশাপাশি বিরাট প্রশংসা পেয়েছেন সাইয়ামি খেরও। বিভিন্ন প্রাক্তন ও বর্তমান ভারতীয় ক্রিকেটারও এই সিনেমা দেখে আপ্লুত। এ বার স্ত্রী অঞ্জলিকে সঙ্গে নিয়ে ‘ঘুমর’ দেখলেন সচিন তেন্ডুলকর। তারপর এক আবদার নিয়ে বলিউড তারকা সাইয়ামির কাছে পৌঁছে যান সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। কী সেই আবদার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আর বালকির সিনেমা ‘ঘুমর’ এ এক ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন সাইয়ামি খের। চরিত্রের নাম আনিনা। যেখানে তাঁকে এক দুর্ঘটনায় ডান হাত হারানো মহিলা ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। ওই দুর্ঘটনার পর আনিনা মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করতে চান। তাঁকে সেই জায়গা থেকে নতুন সংগ্রাম করার প্রেরণা দেন কোচের ভূমিকায় থাকা জুনিয়র বচ্চন।
এই সিনেমা দেখার পর ইন্সটাগ্রামে এক ভিডিয়ো শেয়ার করে সচিন বলেন, ‘সম্প্রতি আমি ঘুমর সিনেমা দেখেছি। এটা অনুপ্রেরণা দেওয়ার মতো একটা সিনেমা। যেখানে স্বপ্ন, প্যাশন থাকে, সেখানে বাউন্ডারি লাইন থাকে না। যে কোনও টার্গেট পূর্ণ করা সম্ভব হয়ে ওঠে। আসল জীবনে আমি উপলব্ধি করেছে, ওঠা-পড়া লেগেই থাকে। চোট, অবসাদ এ সব থেকে কী ভাবে ঘুরে দাঁড়াবে তা দেখিয়েছে এই সিনেমা। খেলার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি তরুণ প্রজন্মকে বলতে চাই এই সিনেমা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে।’
View this post on Instagram
মাস্টার ব্লাস্টার ‘ঘুমর’ সিনেমা দেখার ফলে সাইয়ামি খের ইন্সটাগ্রামে এক লম্বা পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে সচিনকে বলতে শোনা যায় ‘সিনেমায় তোমার বোলিং দেখেছি। সেটা আসলে দেখতে চাই।’ এরপর সাইয়ামি সিনেমার মতো বোলিং করে দেখান সচিনকে। তা দেখে আপ্লুত সচিন হাসতে হাসতে বলেন, ‘আমি এমন শট কখনও খেলিনি।’
View this post on Instagram
ওই পোস্টে সাইয়ামি জানিয়েছেন, তাঁর ছেলেবেলার স্বপ্ন ছিল সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার। এই সিনেমার জন্য তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে।