কলকাতা: আইপিএলে নাইট জার্সি গায়ে চাপানোর আগে ছন্দে অজিঙ্ক রাহানে। তাও তিনি অবশ্য জেতাতে পারলেন না মুম্বইকে। শ্রেয়স আইয়ারের দলকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) ম্যাচে হারের তেঁতো স্বাদ দিলেন কেরলের (Kerala) ৯৯ নট আউট সলমন নিজার। তিনি আবার এ বারের আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ২৩৪ রান তোলে কেরল। রাহানে ৬৮ রানের লড়াকু ইনিংস উপহার দেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তোলে মুম্বই (Mumbai)। যার ফলে ৪৩ রানের ব্যবধানে জয় কেরলের।
শ্রেয়সের টিমের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ৪এ ফেরেন সঞ্জু স্যামসন। তাঁর উইকেট তোলেন শার্দূল ঠাকুর। অপর ওপেনার রোহন কুন্নুমালকে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা যায়। ৪৮ বলে ৮৭ রানের ইনিংস খেলার পথে তাঁর ব্যাটে আসে ৫টি চার ও ৭টি ছয়। তিনি ছাড়া টপ অর্ডারে মহম্মদ আজহারউদ্দিন ১৩ করেন। সচিন বেবি ৭ করে আউট হন। পাঁচে নেমে ৪৯ বলে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সলমন। কেরলের ইনিংসের শেষ ওভারে শার্দূল ঠাকুরের বিরুদ্ধে সলমন ৩টি ছয় ও ১টি চার মারেন। তাঁর ও রোহনের ইনিংসের সুবাদে ২৩৪ রান তোলে কেরল। শার্দূল ছাড়া মুম্বইয়ের হয়ে ৪ উইকেট তোলেন মোহিত অবস্তি।
Final Flourish 🔥
Salman Nizar smashes 6⃣,4⃣,6⃣,6⃣ in the last over and remains unbeaten on 99*(49) as Kerala post 234/5 👏#SMAT | @IDFCFIRSTBank
Scorecard ▶️ https://t.co/5giWG6lAFG pic.twitter.com/E9UzOznB21
— BCCI Domestic (@BCCIdomestic) November 29, 2024
মুম্বইয়ের হয়ে রান তাড়া করতে নেমে চলেনি পৃথ্বী শ-র ব্যাট। ১৩ বলে ২৩ করেন তিনি। মহারাষ্ট্র ম্যাচে শূন্য়ে আউট হয়েছিলেন। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তাতে সফল হননি। অপর ওপেনার অঙ্গকৃশ রঘুবংশী ১৬ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৮ বলে ৩২ রান করেন। চারে নামা রাহানে ৩৫ বলে ৬৮ করেন। এরপর শামস মুলানি (৫), সূর্যাংশ (৯), শার্দূল (৩), তনুষ (১) কারও ব্যাট চলেনি। রাহানে আউট হওয়ার পর দ্রুত উইকেট হারাতে থাকে মুম্বই। তার মাঝে হার্দিক তোমার ২৩ রান করেব। শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে থামে মুম্বই। কেরলের হয়ে ৪টি উইকেট নেন এমডি নিধিশ। ২টি করে উইকেট বিনোদ কুমার ও আব্দুল বসিতের। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়া সলমন।