IND vs AUS: আত্মবিশ্বাসে পিছিয়ে… অজি সফরের আগে বিরাটদের মূল্যবান পরামর্শ প্রাক্তনীর

সম্প্রতি দেশের তো বটেই, অস্ট্রেলিয়ার একাধিক প্রাক্তন ক্রিকেটাররা টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বর্তমান ফর্ম, এবং অজি সফরে তাঁরা কেমন পারফর্ম করতে পারেন, তা নিয়ে আলোচনা করছেন। নিজেদের মতামত রাখছেন। এ বার দেশের এক প্রাক্তনী রোহিতদের দিয়েছেন এক মূল্যবান পরামর্শ।

IND vs AUS: আত্মবিশ্বাসে পিছিয়ে... অজি সফরের আগে বিরাটদের মূল্যবান পরামর্শ প্রাক্তনীর
Follow Us:
| Updated on: Nov 10, 2024 | 5:35 PM

কলকাতা: বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। কিউয়িদের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়ে অজি সফরে যাচ্ছেন রোহিত-বিরাটরা। এই পরিস্থিতিতে ভারতের তো বটেই, অস্ট্রেলিয়ার একাধিক প্রাক্তন ক্রিকেটাররা টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটারদের বর্তমান ফর্ম, এবং অজি সফরে তাঁরা কেমন পারফর্ম করতে পারেন, তা নিয়ে আলোচনা করছেন। নিজেদের মতামত রাখছেন। এ বার দেশের এক প্রাক্তনী রোহিতদের দিয়েছেন এক মূল্যবান পরামর্শ।

খোঁচা খাওয়া বাঘ হয়ে কি অস্ট্রেলিয়ায় যাচ্ছে রোহিত ব্রিগেড? এর উত্তর মিলবে ভারত-অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হলে। তার আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলছেন, টিম ইন্ডিয়ার উচিত আত্মবিশ্বাসে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া। তিনি ইএসপিএনক্রিকইনফোর এক ভিডিয়োতে ভারতের এ টিমের ক্রিকেটারদের আউট হওয়ার ধরন নিয়ে বলেন। একইসঙ্গে ভারতের সিনিয়র টিমের অজি সফর প্রসঙ্গেও বলেন কিছু কথা।

রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় টিমের জন্য সঞ্জয় মঞ্জরেকরের পরামর্শ, ‘দেশের মাটিতে যে ভাবে কিউয়ি সিরিজে ভারত ৩-০ হেরেছে, তার ফলে অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের খানিক আত্মবিশ্বাসে পিছিয়ে থেকে যাওয়া উচিত। তার মধ্যে ভারতের মূল প্লেয়ার রোহিত ও বিরাটও ফর্মে নেই।’

এর আগে শোনা গিয়েছিল, রোহিত শর্মাকে পারথ টেস্টে পাওয়া যাবে না। তাঁর পরিবর্তে অভিমন্যু ঈশ্বরণকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। অস্ট্রেলিয়া এ টিমের হয়ে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে রাহুল ও অভিমন্যু ভালো পারফর্ম করতে পারেননি। যে কারণে সঞ্জয় পারথ টেস্টে তাঁদের মধ্যে কে সুযোগ পেতে পারেন, সেই নিয়ে একটা লড়াই দেখতে পাচ্ছেন। ভারতের এ টিমের ক্রিকেটারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কেএল রাহুল ও অভিমন্যু ঈশ্বরণ ভালো পারফর্ম করতে পারেনি। ফলে লড়াইটা এখন জমে উঠেছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে হবে।’