Shah Rukh Praises Rinku: কিং খানের ‘বেবি’, শাহরুখ-কন্যা বলছেন ‘অবিশ্বাস্য’; খান পরিবারের হিরো আজ রিঙ্কু

Rinku Singh, IPL 2023: বলিউডে তাঁর কামব্যাক ছবি 'পাঠান' ঝড় তুলেছে বক্সঅফিসে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচ জয়ের কারিগরকে নিয়ে আবেগী শাহরুখ রিঙ্কুকেই বানিয়ে দিলেন 'পাঠান'।

Shah Rukh Praises Rinku: কিং খানের 'বেবি', শাহরুখ-কন্যা বলছেন 'অবিশ্বাস্য'; খান পরিবারের হিরো আজ রিঙ্কু
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 8:33 AM

কলকাতা: রবি রাতে সবরমতীর তীরের শহরটিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ছারখার করে দিয়েছেন গুজরাটকে। শেষ ওভারের থ্রিলারে কলকাতা নাইট রাইডার্সের ৩ উইকেটে জয়ের নায়ক রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর অবিশ্বাস্য ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাল। নাইট পরিবারের ছেলের এমন কীর্তি আরব সাগরের পাড়ে বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের বিখ্যাত বাড়িটিতে পৌঁছবে না, তা কেমন করে হয়? দিন তিনেক আগেও ইডেন গার্ডেন্সে এসে স্বচক্ষে রিঙ্কু সিংয়ের ইনিংস দেখে গিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। রবিবাসরীয় ম্যাচের দিকে কিং খান কতটা চোখ রেখেছিলেন তা জানার উপায় নেই (IPL 2023)। একটু সময় লাগলেও সদাব্যস্ত বলিউডের সুপারস্টারের শুভেচ্ছা এল ঠিক। সঙ্গে বিশাল চমক। বলিউডে তাঁর কামব্যাক ছবি ‘পাঠান’ ঝড় তুলেছে বক্সঅফিসে। গুজরাটের (GT vs KKR) বিরুদ্ধে ম্যাচ জয়ের কারিগরকে নিয়ে আবেগী শাহরুখ রিঙ্কুকেই বানিয়ে দিলেন ‘পাঠান’। কীভাবে? জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ইডেন গার্ডেন্স বা ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের খেলা থাকলে শত ব্যস্ততাতেও উপস্থিত থাকার চেষ্টা করেন শাহরুখ। অন্য ভেনুগুলিতে সাধারণত চোখে পড়ে না তাঁকে। প্রত্যাশামতোই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিলেন না বলিউড তারকা। তাই রিঙ্কুর ছক্কার বর্ষণ চাক্ষুস করতে পারেননি। যদিও দিনের শেষে কেকেআর টিমের বহু চড়াই উতরাইয়ের সাথীকে ভালোবাসা জানাতে ভুললেন না নাইটদের অন্যতম মালিক। নিজের টুইটার হ্যান্ডেলে রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ঝুমে জো রিঙ্কু…আমার বেবি রিঙ্কু সিং, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার। মনে রাখবে, বিশ্বাসটাই আসল। কেকেআরকে শুভেচ্ছা।” রিঙ্কু যে পরিস্থিতিতে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন ওরকম অবস্থায় ল্যাজে গোবরে হতে দেখা গিয়েছে বহু তাবড় তাবড় ক্রিকেটারকে। কিন্তু রিঙ্কুকে দেখে মনে হচ্ছিল না চাপে আছেন তিনি। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস ছিল তাঁর মধ্যে। সেই বিশ্বাসেই সফল তিনি। কিং খান হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন।

শাহরুখের বার্তা চেয়ে নজর কেড়েছে পোস্টের সঙ্গে দেওয়া ছবিটি। সেখানে পাঠান ছবির এই দৃশ্যের অংশ। ছবিটিতে শাহরুখের মুখের জায়গায় রিঙ্কুর ছবি বসানো। আবেগী বলিউডের কিং তাঁর জায়গায় রিঙ্কুকে বসাতে দু’বার ভাবেননি। দলের ক্রিকেটারের প্রতি খান সাবের এমন বার্তা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। শুধু শাহরুখই নন, রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবের প্রশংসায় ভাসছেন শাহরুখ-কন্যা সুহানাও। ক্রীড়াপ্রেমী সুহানা তাঁর ইনস্টা স্টোরিতে রিঙ্কুর ছবি দিয়ে লিখলেন, “অবিশ্বাস্য।” শুধু কেকেআর শিবিরেই নয়। জয়ের উদযাপন চলছে খান পরিবারেও। সেখানে নায়ক আজ একজনই।