Knight Riders: এ বার মরুশহরেও দেখা যাবে শাহরুখের দলকে
আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও বিনিয়োগ করেছে নাইট রাইডার্স। এ বার আমিরশাহিতেও বিনিয়োগ করল। আবু ধাবির মালিকানা কিনলেন শাহরুখ খান, জুহি চাওলারা। দলের নাম রাখা হয়েছে আবু ধাবি নাইট রাইডার্স।
দুবাই: ভারত, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের পর এ বার সংযুক্ত আরব আমিরশাহি। নাইট রাইডার্সের (Knight Riders) প্রসার আরও কিছুটা বাড়ল। সংযুক্ত আরব আমিরশাহি টি-টোয়েন্টি লিগে (UAE T20 League) এ বার দল কিনলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এ বারই আত্মপ্রকাশ করছে সংযুক্ত আরব আমিরশাহি টি-টোয়েন্টি লিগ। বিশ্বের সমস্ত ক্রিকেটাররা খেলবেন এই লিগে। শাহরুখ, জুহি চাওলারা দল কেনায় এই টুর্নামেন্ট আকর্ষণ অনেকাংশেই বেড়ে গেল। মরুশহরে টি-টোয়েন্টি লিগের প্রথম সংস্করণে অংশ নেবে ৬ দল। মোট ৩৪টি খেলা হবে। আগেই আরব আমিরশাহি টি-টোয়েন্টি লিগে দল কিনেছে রিলায়েন্স। এ বার নাইট রাইডার্স দল কেনায় এই টুর্নামেন্টের আকর্ষণ অনেকটাই বেড়ে গেল। গত কয়েক বছর ধরেই ক্রিকেটের উপর বিনিয়োগ করছে নাইট রাইডার্স। আইপিএলে প্রথম সংস্করণেই কলকাতার দল কেনেন শাহরুখ খান।
আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও বিনিয়োগ করেছে নাইট রাইডার্স। এ বার আমিরশাহিতেও বিনিয়োগ করল। আবু ধাবির মালিকানা কিনলেন শাহরুখ খান, জুহি চাওলারা। দলের নাম রাখা হয়েছে আবু ধাবি নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ টোবাগোর ফ্র্যাঞ্চাইজি দল ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিকানা শাহরুখের হাতে। মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস এরিয়ার ফ্র্যাঞ্চাইজি নিয়েছে নাইট রাইডার্স।
Excited to part of this journey! ? https://t.co/FxeiGqlm5O
— KolkataKnightRiders (@KKRiders) May 12, 2022
Get set for Abu Dhabi Knight Riders! ?
? The Knight Riders Group has acquired the rights to own and operate the Abu Dhabi franchise and will set up ADKR as an integral part of the @EmiratesCricket’s flagship UAE T20 league.
More Details: https://t.co/Th3Vlsf1lv pic.twitter.com/qGuRs7DiWX
— KolkataKnightRiders (@KKRiders) May 12, 2022
দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান বলেন, ‘বিগত কয়েক বছর ধরেই নাইট রাইডার্সের ব্র্যান্ডকে আমরা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিচ্ছি। আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি। আশা করছি, ওখানেও আমরা সফল হব।’
আরও পড়ুন: IPL 2022: ‘রায়নার সঙ্গে যেমনটা হয়েছিল, জাড্ডুর সঙ্গেও তেমনটা হচ্ছে সিএসকে শিবিরে’: আকাশ চোপড়া