Shantakumaran Sreesanth: আইপিএল অধরা, ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন শ্রীসন্থ

বুধবারই ৩৯ বছরের ক্রিকেটার জানিয়ে দিলেন, আর বাইশ গজে দেখা যাবে না তাঁকে। প্রায় ২৫ বছরের কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন। সেই স্মৃতিই চিরকাল সঙ্গী হয়ে থাকবে তাঁর।

Shantakumaran Sreesanth: আইপিএল অধরা, ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন শ্রীসন্থ
Shantakumaran Sreesanth: আইপিএল অধরা, ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন শ্রীসন্থ (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 9:01 PM

কোচি: আইপিএলে (IPL) আর একবার ফিরে আসার ইচ্ছে ছিল তাঁর। গত দু’বারের আইপিএল নিলামে জায়গাও পেয়েছিলেন। কিন্তু অবিক্রিতই থেকে গিয়েছিলেন তিনি। এ বারের আইপিএল মেগা নিলামের (IPL 2022 Auction) পরই হয়তো বুঝতে পেরেছিলেন, আইপিএলে ফেরা আর সম্ভব হবে না। তাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন শান্তাকুমারন শ্রীসন্থ (Shantakumaran Sreesanth)। বুধবারই ৩৯ বছরের ক্রিকেটার জানিয়ে দিলেন, আর বাইশ গজে দেখা যাবে না তাঁকে। প্রায় ২৫ বছরের কেরিয়ারে অনেক সাফল্য পেয়েছেন। সেই স্মৃতিই চিরকাল সঙ্গী হয়ে থাকবে তাঁর। দেশের হয়ে ২৭টা টেস্ট খেলে নিয়েছেন ৮৭টা উইকেট। ৫২ ওয়ান ডে ম্যাচে নিয়েছেন ৭৫টা উইকেট। ১০টা টি-টোয়েন্টি ম্যাচে ৭টা উইকেট। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপজয়ী টিমের সদস্য ছিলেন শ্রীসন্থ।

ক্রিকেটের অত্যন্ত বর্ণময় ও বিতর্কিত চরিত্র শ্রীসন্থ। বলের সিমের নিখুঁত ব্যবহার তাঁর খুব কম পেসারই পারতেন। উইকেট নেওয়ার পর বাইশ গজে তাঁর নাচও অত্যন্ত জনপ্রিয় ছিল। দেশের তুলনায় বিদেশে বেশি সফল তিনি। কিন্তু ক্রিকেটের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন বেশ কয়েকবার। আইপিএলের একটা ম্যাচে শ্রীসন্থকে থাপ্পড় মেরেছিলেন হরভজন সিং। আবার রাজস্থানের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন কেরালার পেসার। ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর পরই ক্রিকেট কেরিয়ার প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল শ্রীসন্থের। ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হন। আদালতে দ্বারস্থ হয়েছিলেন ক্রিকেটে ফিরে আসার জন্য। শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই স্বপ্নপূরণ হয়েছিল তাঁর। কিন্তু আইপিএলে আর ফেরা হয়নি। ২০২১ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আবার ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল শ্রীসন্থের। চলতি বছর রঞ্জি ট্রফির ম্যাও খেলেছেন কেরালার হয়ে। সেই তিনিই এ বার ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন।

শ্রীসন্থ টুইটারে লিখেছেন, ‘আজকের দিনটা আমার কাছে অত্যন্ত কঠিন। ২৫ বছরের ক্রিকেট কেরিয়ারে আমি সব সময় চেয়েছি সেরাটা দিতে, ম্যাচ জিততে। সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য কঠোর পরিশ্রমও করেছি। যাতে পরিবারের সদস্য হিসেবে আমি সম্মান অর্জন করতে পারি।’

শ্রীসন্থ একই সঙ্গে লিখেছেন, ‘ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে নিচ্ছি। খারাপ লাগছে, তবে আক্ষেপ নেই। পরবর্তী প্রজন্মের জন্য নিজের প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারে ইতি টানছি। জানি, এই সিদ্ধান্ত আমাকে সুখ দেবে না। কিন্তু একটা সময় থামতেই হত। এটাই সেরা সময়।’ নির্বাসনের কারণে ক্রিকেট খেলতে না-পারা শ্রীসন্থ মালয়লি সিনেমায় নেমেছিলেন। বেশ কিছু সিনেমায় তাঁকে নায়ক হিসেবেও দেখা গিয়েছে।

আরও পড়ুন: IPL 2022 RCB Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে আরসিবির সূচি