কলকাতা: ভারতের চেন্নাই টেস্টের নায়ক রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ঘরের মাঠে পরিবারের সামনে শতরান করার পাশাপাশি ফাইফারও নিয়েছেন তিনি। ম্যাচের সেরা যে কারণে আর অন্য কেউ নন, হয়েছেন অশ্বিন। সকলে যে সময় অশ্বিনের প্রশংসায় মেতে, সেই সময় হঠাৎ করেই তাঁর স্ত্রী প্রীতি নারায়ণন (Prithi Narayanan) ধরিয়ে দিলেন অশ্বিনের একটা ‘বড়’ ভুল। কী সেই ভুল?
বোর্ডের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে, ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের পর মাঠে অশ্বিনের সঙ্গে দেখা করতে আসেন তাঁর স্ত্রী প্রীতি ও দুই মেয়ে। সেখানে প্রীতি বলেন, ‘বাচ্চারা জানতে চায় ওদের তুমি ডটারস ডে-তে কী উপহার দেবে? ওদের আমি কন্যাদিবসের উপহার হিসেবে ফাইফারের বলটা দিতে পারি। সেটা কি নেবে?’ তাঁর এক মেয়ে সঙ্গে সঙ্গে বলে, ‘না’। এরপর অশ্বিন তাদের জিজ্ঞাসা করে, ‘তা হলে কী চাই তোমাদের?’ অশ্বিনের দুই মেয়ে বলে, ‘জানি না।’
এরপর প্রীতি চেন্নাই টেস্টের সেরা অশ্বিনকে বলেন, ‘অশ্বিন শুভেচ্ছা। ঘরের মাঠে দর্শকদের সামনে কেমন লাগল? অশ্বিন বলেন, ‘আমি বুঝতে পারছি না কেমন ভাবে রিঅ্যাক্ট করা উচিত। কারণ প্রথম দিনটা খুব তাড়াতাড়ি কেটে গিয়েছিল। আমি আশা করিনি যে আমাকে এখানে ব্যাটিং করতে হবে। এবং আমি সেঞ্চুরি করব। বেশ কয়েকদিন ব্যাটিং করিনি। দারুণ লেগেছে। যতবারই এখানে খেলেছি, অসাধারণ লেগেছে। এই মাঠে যেন একটা আলাদাই এনার্জি কাজ করে আমার জন্য।’
প্রীতি নিজেকে ইশারা করে অশ্বিনকে প্রশ্ন করেন, এই এনার্জি কি তোমার মধ্যে আলাদা এনার্জি এনে দেয়। এরপর অশ্বিন বলেন, ‘ও আমার কাছে অভিযোগ করেছে, যে আমি প্রথম দিন ওকে দেখিনি। আমি সত্যিই দেখতে পাইনি। আমার জন্য এটা সত্যিই কঠিন যখন খেলি, তখন পরিবারকে দেখা। বাচ্চারা জিজ্ঞাসা করে, আমাদের হাই করো না কেন।’ অশ্বিন প্রথম দিন যে ভুল করেছিলেন, তার পুনরাবৃত্তি আর করেননি। পরের ২টো দিন যখনই সুযোগ পেয়েছেন, পরিবারের দিকে হাত নেড়েছেন।’
A special game calls for a special conversation 💙@ashwinravi99‘s family in a heartwarming interaction with him post Chepauk heroics.
P.S. – Ashwin has a gift for his daughters on this #DaughtersDay.
Watch 👇👇#INDvBAN | @IDFCFIRSTBank | @prithinarayanan pic.twitter.com/4rchtzemiz
— BCCI (@BCCI) September 22, 2024
সব শেষে অশ্বিনকে তাঁর স্ত্রী প্রীতি বলেন, ‘চেন্নাইয়ে দ্বিতীয় শতরান ও ফাইফারের জন্য অনেক শুভেচ্ছা। বাচ্চারাও এখানে রয়েছে। ভালো সময় কাটালাম সবাই। একটা সুন্দর রবিবারের সকাল। আবহাওয়াটাও ভালো ছিল।’ অশ্বিন সবশেষে বলেন, ‘এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আর আমার জন্য লাক বয়ে আনলে বলেও ধন্যবাদ।’