কলকাতা: এ যেন ঠিক মেঘ না চাইতেই জল! বাংলার তারকা ক্রিকেটার আকাশ দীপের সঙ্গে যেন এমনটা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য যখন চেন্নাইয়ের টিম হোটেলে ছিলেন আকাশ দীপ (Akash Deep), সেই সময় বিরাট কোহলি (Virat Kohli) তাঁর রুমের দরজায় কড়া নাড়েন। আকাশ দীপ দরজা খুলতেই কোহলিকে চোখের সামনে দেখে চমকে যান। এরপর কোহলির দেওয়া প্রস্তাবে তিনি আরও চমকে যান। আসলে, বিরাটের হাতে সেই সময় ছিল একটি নতুন ব্যাট। কোহলি তা দেখিয়ে আকাশকে প্রশ্ন করেন, ‘তোর কি ব্যাট চাই?’ কী উত্তর দেবেন প্রথমে ভেবে উঠতে পারেননি আকাশ। এরপর কী হয়েছিল? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আকাশ জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
বিরাটের ব্যাটের কথা উঠলেই রিঙ্কু সিংয়ের প্রসঙ্গও ওঠে। কারণ রিঙ্কু সিং এক বার নয়, ২ বার বিরাট কোহলির থেকে ব্যাট চেয়ে নিয়েছেন। এখানেই শেষ নয়। প্রথমে রিঙ্কুকে যে ব্যাটটি দিয়েছিলেন বিরাট, সেটি আলিগড়ের ছেলে অনুশীলন করার সময় ভেঙে ফেলেন। এরপর ফের বিরাটের কাছে ব্যাট চান। দ্বিতীয় বারও রিঙ্কুর আবদার মেটান ভিকে। কিন্তু আকাশ দীপ না চাইতেই পেয়েছেন বিরাট উপহার। যে কারণে তাঁর খুশির বাঁধও ভেঙেছিল।
আকাশ দীপকে নতুন ব্যাটটি দেখিয়ে বিরাট বলেন, ‘এই নে রেখে দে এই ব্যাটটা।’ কোহলির কাছে ব্যাট উপহার পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বাংলার তারকা। তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ওই ব্যাট দিয়ে আমি কখনও খেলব না। বিরাট ভাইয়া আমাকে দারুণ উপহার দিয়েছে। আমার কাছে ওটা স্মারক। নিজের রুমের দেওয়ালে টাঙিয়ে রাখব। আমাকে তিনি জিজ্ঞাসা করেন, কেমন ব্যাট ব্যবহার করি আমি। তা শুনে আমি কিছু বলতে পারিনি। ওই ব্যাটে আমি তাঁর অটোগ্রাফও নিয়েছি। তিনি নিজে থেকে আমাকে ব্যাটটা দিয়েছেন। হয়তো আমার ব্যাটিংয়ে তেমন কিছু দেখতে পেয়েছিলেন। কে বিরাট ভাইয়ের থেকে ব্যাট চাইবে না বলতে পারেন? তিনি কিংবদন্তি।’