কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) জোড়া জয় শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মুম্বইয়ের। গোয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মুম্বই। এরপর দ্বিতীয় ম্যাচে মহারাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছেন অজিঙ্ক রাহানেরা। নেপথ্যে শ্রেয়সের ক্যাপ্টেন্স নক। মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩৯ বলে ৭১ রানের ইনিংস উপহার দেন শ্রেয়স। টুর্নামেন্টে মুম্বইয়ের প্রথম ম্যাচে ১৩০ অপরাজিত ছিলেন তিনি। মুস্তাক আলিতে তাঁর ধারাবাহিকতা দেখে ক্রিকেট প্রেমীরা বলাবলি করছেন দুটো বিষয় নিয়ে। এক, পঁচিশের আইপিএলে পঞ্জাব কিংসের ক্যাপ্টেন্সির ব্যাটন পাবেন শ্রেয়স। দুই, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিমে ফেরার দাবি তুলে দিলেন শ্রেয়স।
মহারাষ্ট্রের বিরুদ্ধে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাটিং করে ঋতুরাজ গায়কোয়াড়ের টিম ৯ উইকেটে ১৭১ রান তোলে। এরপর ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে শূন্যে আউট হন ওপেনার পৃথ্বী শ। এরপর অপর ওপেনার অংকৃশ রঘুবংশী জুটি বাঁধেন ক্যাপ্টেন শ্রেয়সের সঙ্গে। রঘুবংশী ২১ করে আউট হলে তৃতীয় উইকেটে রাহানের সঙ্গে সেট হয়ে যান শ্রেয়স। ৩১ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন। তারপরও গতি কমাননি। আর ৮ বল খেলে ৭১ রানে পৌঁছে আউট হন। মুকেশ চৌধুরি তুলে নেন শ্রেয়সের উইকেট। তাঁর পাশাপাশি রাহানে ৩৪ বলে ৫২ রান করেন। তাঁর ব্যাটে এসেছে ৩টি চার, ৩টি ছয়। ১৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় মুম্বইয়ের। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শ্রেয়স। এর আগে মুম্বইয়ের প্রথম ম্যাচেও সেরার পুরস্কার পেয়েছিলেন তিনি।
Captain Shreyas lyer Show against Ruturaj Gaikwad’s team in Syed Mushtaq Ali. 🌟 pic.twitter.com/HSzeFqTRFb
— Pick-up Shot (@96ShreyasIyer) November 27, 2024
জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ক্ষণিকের জন্য হলেও সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন শ্রেয়স আইয়ার। তিনি সেই তকমা পাওয়ার কিছুক্ষণের মধ্যে তা হারিয়েও ফেলেন। তাঁকে ছাপিয়ে যান ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস পন্থকে ২৭ কোটিতে কিনেছে। পঞ্জাব শিবিরে নেতা হওয়ার দৌড়ে নিঃসন্দেহে শীর্ষে শ্রেয়স। এখনও প্রীতির টিমের পক্ষ থেকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়নি। কিন্তু নিলামে শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কেনার পর সকল ক্রিকেট প্রেমীদের মুখে ছিল একটাই কথা, এই তো পঞ্জাব পেয়ে গেল ক্যাপ্টেন।
CAPTAIN SHREYAS IYER MADNESS IN SYED MUSHTAQ ALI 🌟
– 130*(57) in first match.
– 71(39) in second match.Great news for Indian team for Champions Trophy in 2025…..!!! pic.twitter.com/4tet8cni1P
— Johns. (@CricCrazyJohns) November 27, 2024
Shreyas Iyer in the last 5 innings for Mumbai:
– 142(190) in Ranji Trophy
– 233(228) in Ranji Trophy
– 47(46) in Ranji Trophy
– 130*(57) in SMAT
– 71(39) in SMATCaptain Iyer on a roll in Domestic cricket 🫡 pic.twitter.com/wCmolug8q9
— Johns. (@CricCrazyJohns) November 27, 2024